Aamir Khan: মিস্টার পারফেকশনিস্টের জীবনে সেরা উপহার কী! কেন তা সারা জীবন মনে রাখবেন আমির

Aamir Khan Birthday Gift: আমির খানের জন্মদিনে জীবেন পাওয়া সেরা উপহারটি কি জানেন! আর তা কে দিয়েছিল?

Aamir Khan: মিস্টার পারফেকশনিস্টের জীবনে সেরা উপহার কী! কেন তা সারা জীবন মনে রাখবেন আমির
Follow Us:
| Edited By: | Updated on: Mar 14, 2022 | 12:35 PM

৫৭তম জন্মদিনে খানস্টার আমির (Happy Birthday Aamir Khan), সোমবার সকাল থেকেই নেট দুনিয়ায় একের পর এক ছবি থেকে শুভেচ্ছাবার্তা শেয়ার করছে বিভিন্ন ফ্যানক্লাব থেকে শুরু করে ভক্তমহল। সেই তালিকা থেকে বাদ পড়ছে না সেলেব দুনিয়ার নামও। তবে কোথাও গিয়ে যেন ভক্তদের মনে এদিন বেজায় ইচ্ছে জাগে, যদি স্বপ্নের সুপারস্টারকে একটা উপহার দিয়ে চমকে দেওয়া যায়, বিষয়টা কেমন হয়! কিন্তু কি কি উপহার দেওয়া যায়, ভেবে চিন্তে অনেক সময় সঠিক উত্তরটি মেলে না। কারণ মিস্টার পারফেকশনিস্ট বলে কথা, তবে উপায়!

বিষয়টা যদি এমন হতো, আমির খান খোদ নিজেই বলে দিতেন তাঁর পছন্দের উপহার কি, তবে বিষয়টা বেজায় সুবিধের হত, কিন্তু তেমনটা না ঘটলেও একবার খানস্টার নিজেই জানিয়ে ছিলেন তাঁর জীবনে পাওয়া সেরা উপহারটি কি! উপহারটি কি সেই প্রসঙ্গে আসা যাবে, কিন্তু তার আগে জানলে অবাক হতে হয়, এই উপহারটি তাঁকে দিয়েছিলেন কিরণ রাও, তাঁর প্রাক্তণ স্ত্রী। কয়েকদিন আগে ভোপাল থেকে শুটিং-এর কাজ শেষে এসেই এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন তিনি। জানিয়েছিলেন, কিরণ তাঁকে একটি তালিকা তৈরি করতে বলেছিলেন, যেখানে তাঁর ভুল ও দুর্বলতাগুলো লেখা থাকবে। আর সেই তালিকা অনুযায়ী যাতে সমস্যাগুলো নিয়ে কথা বলা যায়, ও সমাধান করা যায় সেই চেষ্টাই করতে চেয়েছিলেন।

এই উপহারের কথা আমির খান কোনও দিন ভুলবেন না বলে জানান। তাঁর কথায়, জীবনের সেরা উপহারটি ছিল তাঁর কাছে এটাই। কারণ এটা তাঁর জন্য ভিষণ প্রয়োজন ছিল, নিজের মুখোমুখি দাঁড়ানো। আর তাই এর থেকে সুন্দর উপহার তিনি আশা করেন না, আমির খানের বিশ্বাস যে এর থেকে সুন্দর উপহার তাঁকে আর কেউ দেবে না। ১০ থেকে ১২ টি পয়েন্ট অনুযায়ী তাঁর ভেতরে থাকা সমস্তটাই সেদিন স্পষ্ট হয়ে গিয়েছিল, সে ভালোবাসা ভালোলাগাই হোক, বা মনের কোণে জমে থাকা গোপণ খামতির কথাই হক। তবে রিটার্ন উপহারে আমির খানের ভক্তরা এখন অপেক্ষায় লাল সিং চাড্ডার।

আরও পড়ুন- Viral Alia Bhatt: গাঙ্গু ঝড়ের মাঝেই আর আর আর ছবির গানের টিজারে বাজিমাত, নেটপাড়ায় ভাইরাল আলিয়া

আরও পড়ুন- Chakda Xpress: ২২ গজে বিরাটপত্নী, পারফেক্ট শট-এর প্রস্তুতিতে ক্রিকেট গ্রাউন্ডে ভাইরাল অনুষ্কা

আরও পড়ুন- Runway 34: ইদে পর্দায় অমিতাভ-অজয় জুটি, তাক লাগানো মোশন পোস্টার মুক্তিতেই চমক