Pooja Bhatt: বাবার ঠোঁটে মেয়ের চুমু, বহু-বিতর্কিত ছবি নিয়ে মুখ খুললেন মহেশকন্যা পূজা ভাট
Pooja Bhatt Controversy: ৯০-এর দশকে যখন কেরিয়ারের মধ্য গগণে পূজা, তখনই তাঁকে ঘিরে শুরু হয় দেশ জোড়া বিতর্ক। একটি ম্যাগাজিনের প্রথম পাতায় বাবা মহেশ ভাটের সঙ্গে ঠোঁটে ঠোঁট রেখে এক সাহসী ছবিতে দেখা যায় তাঁকে। যা দেখতে সাধারণ বাবা-মেয়ের ছবির থেকে খানিক আলাদা ছিল।

বিগ বস ওটিটি-এর ঘরের প্রতিযোগী হয়ে সম্প্রতি ফের লাইম লাইটে এসেছেন পরিচালক মহেশ ভাটের বড় মেয়ে পূজা ভাট। একসময় ইন্ডাস্ট্রির বোল্ড অভিনেত্রীদের মধ্য়ে অন্যতম ছিলেন পূজা। বাবার হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর একের পর এক অন্যধারার ছবির মাধ্য়মে পরিচিতি পান। তবে বিতর্ক কখনই তাঁর পিছু ছাড়েনি। বাবা মহেশ ভাটের সঙ্গে লিপ কিস করে বিতর্কে জড়ান পূজা। এবার সেই বিষয়েই মুখ খুলেছেন অভিনেত্রী। কী বলছেন তিনি?
৯০-এর দশকে যখন কেরিয়ারের মধ্য গগণে পূজা, তখনই তাঁকে ঘিরে শুরু হয় দেশ জোড়া বিতর্ক। একটি ম্যাগাজিনের প্রথম পাতায় বাবা মহেশ ভাটের সঙ্গে ঠোঁটে ঠোঁট রেখে এক সাহসী ছবিতে দেখা যায় তাঁকে। যা দেখতে সাধারণ বাবা-মেয়ের ছবির থেকে খানিক আলাদা ছিল। আর এই নিয়েই কটাক্ষের ঝড় ওঠে। পরে সাংবাদিক সম্মেলন করে নজর ঘোরানোর চেষ্টাও করা হয় অভিনেত্রীর তরফে। তবে এতে আরও হীতে বিপরীত হয়। কারণ বাবা মহেশ ভাট বলে বসেন, “পূজা যদি আমার মেয়ে না হত, তাহলে আমি ওকেই বিয়ে করতাম।” পরিচালকের এই মন্তব্য আগুণে ঘি ঢালার কাজ করে। নিন্দের রোষে পড়েন পূজা। এবার এবিষয়েই মুখ খুলেছেন তিনি। তাঁর কথায়, “আমি এটাকে খুব সাধারণ চোখে দেখি।”
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে বলতে গিয়ে শাহরুখ খানের প্রসঙ্গও টানেন অভিনেত্রী। বলেন, “একাবার এই বিষয়ে শাহরুখ আমায় বলেছিল যে, তোমার সন্তান থাকলে বুঝবে, তারা এমনই করে, তারা বাবা-মায়ের থেকে যখনতখন আদর পেতে চায়, চুমু খেতে চায়।” এই ভাইরাল ছবি বিতর্কে পূজার আরও জানান, সে সারাজীবন তাঁর বাবার কাছে এমনই ছোট্ট মেয়ে হয়েই থাকতে চান, সে বয়স যাই হোক না কেন। এখানেই থেমে থাকেননি তিনি। নিন্দুকদের পাল্টা জবাবও দিয়েছেন। তাঁর কথায়, “আমি এব্যাপারে কোনও সাফাই দিতে চাই না। যাঁরা বাবা-মেয়ের পবিত্র সম্পর্ককে অন্য চোখে দেখেন তাঁরা সবকিছু পারেন। এটা তাঁদের পারিবারিক শিক্ষার পরিচয় দেওয়া আর কিছু না।” বিতর্ক কখনই তাঁর পিছু ছাড়ে না। বিগ বসের ঘরেও নান বক্তব্য়ের জেরে বারে-বারে বিতর্কে জড়িয়েছেন পূজা।





