Alia Bhatt Apology: আলিয়ার বিয়েতে প্রতিবেশী, মিডিয়ার হয়রানি, এবার ক্ষমা চাইলেন অভিনেত্রী
Alia-Ranbir Wedding: অনেকের অনুমান, অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছিলেন বলে আলিয়াকে তাড়াতাড়ি বিয়ে করেন রণবীর।

জীবনটা পাল্টে গিয়েছে আলিয়া ভাটের। আর কয়েক মাসের মধ্যে আরও পাল্টে যাবে। তিনি যে মা হতে চলেছেন। গত শুক্রবার (২৬.০৮.২০২২) প্রকাশ্যে আসে আলিয়ার বেবি বাম্পের ছবি। এবার ঢেকে রেখে নয়, তিন লাখ টাপার বহু মূল্যবান পোশাকে বেবিবাম্প প্রকাশ্যে আনলেন আলিয়া। ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তাঁর ও রণবীর কাপুরের অভিনীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। সেই ছবির শুটিং করতে গিয়েই নাকি কাছাকাছি এসেছিলেন আলিয়া-রণবীর। দীর্ঘ ৫ বছর সম্পর্কে থাকার পর গত ১৪ এপ্রিল (২০২২ সাল) মুম্বইয়ে কাপুরদের বাস্তু-বাড়ির ছাদে বিয়ে করেন তাঁরা। বিয়ের ২ মাসের মধ্যেই ক্লিনিক থেকে নিজের আল্ট্রা সোনোগ্রাফির ছবি বিশ্বের সামনে এনে আলিয়া ঘোষণা করেন তিনি অন্তঃসত্ত্বা। বিয়ের পরপরই প্রেগন্যান্ট! অনেকের অনুমান, অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছিলেন বলে আলিয়াকে তাড়াতাড়ি বিয়ে করেন রণবীর। কারণ, তার আগে কানাঘুষো শোনা যাচ্ছিল, ‘ব্রহ্মাস্ত্র’র মুক্তির পর ডিসেম্বরে বিয়ে করবেন আলিয়া-রণবীর। সে যাই হোক, তাঁদের বিয়ের সময় অনেক তামঝাম হয়েছিল, লুকোছাপা, উৎকণ্ঠা তৈরি হয়েছিল। হুট করে বিয়ে করার ফলে যে-যে সমস্যা তৈরি হয়, তার জন্য এবার মিডিয়া ও প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছেন কাপুর-বহু!
অনেকেই মনে করেন, আগে থেকে বিয়ের তারিখ জানিয়ে দিলে এই সমস্যাগুলি তৈরিই হত না। যদিও আলিয়া বলেছেন, “কিন্তু আমি জানাতে চাইনি। এটা তো পাবলিক ইভেন্ট নয়…” নিজের বিয়ে নিয়ে কিছু রটনা শুনে অবাক হয়েছেন আলিয়া। গুজব ছড়িয়েছিল, তাঁদের বিয়েতে নাকি ২৫টি ভেগান কাউন্টার রয়েছে। আলিয়া বলেছেন, “২৫জন গেস্টই ছিল না আমার বিয়েতে। ২৫টা ভেগান কাউন্টার রেখে কী করতাম?”
এরপর আলিয়া যোগ করেছেন, “আমি একটি আবাসনে থাকি। বিল্ডিংয়ে আরও অনেকে থাকেন। তাঁদের কাছে আমার বিয়ের সময়টা ছিল বিভিষীকা। এত আওয়াজ, এত আয়োজনে তাঁদের নিশ্চয়ই অসুবিধা হয়েছে। আমার মিডিয়ার সকলের জন্যে খারাপ লাগছে।”





