ভোপালে ঠিক কোন কাজে যাচ্ছেন আয়ুষ্মান?
শুরুর থেকেই 'ডক্টর জি'র মেকিংয়ে ওতপ্রোতভাবে জড়িয়ে আয়ুষ্মান। বলি অন্দর বলছে, ছবির চিত্রনাট্য নাকি অসাধারণ। শুরুর থেকেই অন্য কিছুর থেকে স্ক্রিপ্টের প্রতি আগ্রহ বেশি অভিনেতার।
বরাবরই কন্টেন্ট নির্ভর ছবির দিকে ঝোঁক আয়ুষ্মান খুরানার। কিছুদিন আগেই শেষ করেছেন ‘অনেক’ ছবির শুটিং। তাঁর পরবর্তী ছবি ‘ডক্টর জি’। এক চিকিৎসকের চরিত্রে অভিনয় করবেন তিনি। ঘোষণার পর থেকেই ছবি ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। খুব তাড়াতাড়ি ছবির শুটিং শুরু করতে চলেছেন আয়ুষ্মান। যাবেন মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে।
View this post on Instagram
শুরু থেকেই ‘ডক্টর জি’র মেকিংয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আয়ুষ্মান। বলি অন্দর বলছে, ছবির চিত্রনাট্য নাকি অসাধারণ। তাই প্রতিবারের মতো এবারও অন্য কিছুর থেকে স্ক্রিপ্টের প্রতিই আগ্রহ বেশি অভিনেতার। যে কারণে ‘আয়ুষ্মান টাইপ ফিল্ম’ নামই হয়ে গিয়েছে ছবিগুলির। ছবি নির্মাতাদের নতুন পথ দেখাতে শুরু করেছে বিষয়বস্তু নির্ভর ছবি।
‘ডক্টর জি’র প্রযোজক জাংলি পিকচার্স। এর আগে ‘বাধাই হো’ এবং ‘বারেলি কি বারফি’র মতো ছবি তৈরি করেছে এই প্রযোজনা সংস্থা। ছবির পরিচালক অনুভূতি কাশ্যপ। তিনি সম্পর্কে অনুরাগ কাশ্যপের বোন। ছবিতে আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করছেন রাকুল প্রীত। এই প্রথম একসঙ্গে কাজ করবেন এই দুই বলি তারকা। আয়ুষ্মানের চরিত্রের নাম ডাঃ উদয় সিং। রাকুলকে দেখা যাবে ডাঃ ফাতিমার চরিত্রে। সে একজন ডাক্তারির ছাত্রী। আয়ুষ্মান ছবিতে তাঁর সিনিয়র।
আরও পড়ুন: ফারহানেরই মস্তিষ্কপ্রসূত ‘তুফান’; জানালেন পরিচালক