নিক বাদে কাকে জড়িয়ে ধরে ভালবাসি বলছেন প্রিয়াঙ্কা চোপড়া?

প্রিয়াঙ্কা পোস্ট করেছেন ছবি। তাঁর শাশুড়ি মায়ের সঙ্গে। যাঁকে আদর করে প্রিয়াঙ্কা সম্বোধন করেন 'মামা ডি জোনাস' নামে। শাশুড়ি মায়ের জন্মদিন উপলক্ষ্যে একটি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। ক্যাপশনে লিখেছেন, 'শুভ জন্মদিন। তোমাকে পেয়ে আমি ধন্য। ভালবাসি ও মিস করি তোমাকে।'

নিক বাদে কাকে জড়িয়ে ধরে ভালবাসি বলছেন প্রিয়াঙ্কা চোপড়া?
প্রিয়ঙ্কা চোপড়া।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2021 | 12:13 AM

জীবনের প্রত্যেকটি সম্পর্কের বিষয়ই যত্নবান প্রাক্তন বিশ্ব সুন্দরী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। পরিবারের প্রতি তাঁর বিশেষ খেয়াল বারবারই উঠে এসেছে জনসমক্ষে। সম্প্রতি নিজের শাশুড়ি মায়ের সঙ্গে মিষ্টি মধুর ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পিগি চপস।

অ্যামেরিকান গায়ক তথা স্বামী নিক জনাসের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন বরাবরই সুন্দর। নানারকম ছবি ও ভিডিয়ো নেটমাধ্যমের দৌলতে তাঁদের ফ্যানরা দেখতে পান। কমেন্ট আসে অজস্র। এবার প্রিয়াঙ্কা পোস্ট করেছেন আরও দুটি ছবি। একটি তাঁর শাশুড়ি মায়ের সঙ্গে। যাঁকে আদর করে প্রিয়াঙ্কা সম্বোধন করেন ‘মামা ডি জোনাস’ নামে। শাশুড়ি মায়ের জন্মদিন উপলক্ষ্যে একটি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন। তোমাকে পেয়ে আমি ধন্য। ভালবাসি ও মিস করি তোমাকে।’

অন্যটি পোস্ট করেছেন ভাই সিদ্ধার্থ চোপড়ার সঙ্গে। তাঁকেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা। একসঙ্গে জন্মদিন পালন করতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করেছেন ক্যাপশনে। সমুদ্রের জলে খেলা করছেন, তেমনই একটি ছোটবেলার ছবি শেয়ার করেছেন।

প্রিয়াঙ্কার এই দুই পোস্ট থেকে স্পষ্ট, সেলেবও পরিবার ও প্রিয়জনদের তিনি কখনওই ভোলেন না। সে তাঁদের জন্মদিনই হোক, কিংবা অন্য কোনও শুভদিনে।

আরও পড়ুন: ভোপালে ঠিক কোন কাজে যাচ্ছেন আয়ুষ্মান?