The Kashmir Files: ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর লাভের টাকায় ১৮ কোটির ফ্ল্যাট কিনলেন পরিচালক?

Vivek Agnihotri: চলতি বছরের ১১ মার্চ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায় বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। তার আগে মার্কিন মুলুকে মুক্তি পায় এই ছবি।

The Kashmir Files: 'দ্য কাশ্মীর ফাইলস'-এর লাভের টাকায় ১৮ কোটির ফ্ল্যাট কিনলেন পরিচালক?
বিবেক অগ্নিহোত্রী।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2022 | 9:13 AM

এ বছরেরই গোড়ার দিকে মুক্তি পেয়েছিল বিতর্কিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। পরিচালক ছিলেন বিবেক অগ্নিহোত্রী। ওই ছবি নিয়ে আলোচনা-সমালোচনা আজও জারি। তবে এরই মধ্যে এক খবরে উত্তাল বলিপাড়া। ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর লাভের টাকায় নাকি ১৮ কোটি টাকা দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন পরিচালক বিবেক। এই খবরের সত্যতা কতটা? মুখ খুললেন বিবেক। এই খবর একেবারেই অস্বীকার করেছেন বিবেক। বরং মিথ্যে খবর রটানোর অভিযোগে অভিযুক্ত করেছেন, কংগ্রেস, আপ (আম আদমি পার্টি) ও বলিউডের একাংশকে। একটি টুইট করেছেন বিবেক। টুইটে তিনি লিখেছেন, “ভীষণ ভাল লাগছে, কংগ্রেস, আপ ও বেকার বলিউডের লোকেরা আমার জন্য নিত্যনতুন ফ্ল্যাট কিনে দিচ্ছে। শুধু তাই নয়, তা আবার বিলাসবহুল আসবাব দিয়ে সাজিয়েও দিচ্ছে। ১০ জনপথ থেকে যে সোফাটা এসেছে তা আবার বিশেষ ভাল লেগেছে।” ফ্ল্যাট কেনার খবরকে নস্যাৎ করেছেন বিবেক। বরং জানিয়েছেন, আগামী ছবির প্রচার নিয়ে ব্যস্ত তিনি।প্রসঙ্গত, সম্প্রতি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর ফের জুড়েছিল বিতর্কের সঙ্গে। ইজ়রাইলের পরিচালক এবং এ বছরের গোয়ায় অনুষ্ঠিত ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (ইফি) জুরি নাদভ ল্যাপিড ছবিটিকে কেন্দ্র করে একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’ একটি ‘অশ্লীল প্রচার’…। একই সঙ্গে দাবি করেন, ছবিটি দেখে তিনি ‘হতবাক’। ‘দ্য কাশ্মীর ফাইলস’কে কুৎসিত ছবি বলতেও দ্বিধাবোধ করেননি তিনি।

এরপরেই তুঙ্গে ওঠে বিতর্ক। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে যায় যে ক্ষমা চাইতে বাধ্য হন ল্যাপিড। সিএনএন-আইবিএনের সঙ্গে সাক্ষাৎকারে নাদভ বলেন, “আমি কাউকে অপমান করতে চাইনি। কোনও ব্যক্তি কিংবা তাঁদের পরিবারের কাউকে আঘাত করতে চাইনি। যাঁরা ভুক্তভোগী তাঁদের অসম্মানও করতে চাইনি। এরকমটা হয়ে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।”

চলতি বছরের ১১ মার্চ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায় বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। তার আগে মার্কিন মুলুকে মুক্তি পায় এই ছবি। সেখানে ছবি মুক্তির সময় বিবেক হুমকি পেয়েছিলেন। ভারতেও ছবির মুক্তির সময় তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে দাবি করেছিলেন পরিচালক। তবে ছবিটি বক্স অফিসে বেশ সাফল্য লাভ করেছিল। ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের উপর অত্যাচারের কাহিনি এই ছবিতে তুলে ধরেছিলেন বিবেক। সেই সঙ্গে তুলে ধরেছিলেন ওই সময়ের রাজনৈতিক এবং আর্থ-সামাজিক পরিকাঠামোকেও।