Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sanjay Dutt: কোন বিশেষ ঘটনায় সঞ্জয় দত্তকে সমকামী ভেবেছিলেন মা নার্গিস?

Sanjay Dutt: ২২ বছর বয়সে রকি ছবির মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন সঞ্জয়। কিন্তু তাঁর ছবি মুক্তির আগের দিন প্রয়াত হন মা নার্গিস

Sanjay Dutt: কোন বিশেষ ঘটনায় সঞ্জয় দত্তকে সমকামী ভেবেছিলেন মা নার্গিস?
মা নার্গিসের সঙ্গে সঞ্জয়।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 14, 2022 | 5:30 PM

সঞ্জয় দত্তের প্রেমিকার লম্বা তালিকার কথা বলিউডের নতুন খবর নয়। বরাবরই মহিলাদের প্রতি তাঁর বিশেষ আকর্ষণ হওয়া সত্ত্বেও এক বিশেষ ঘটনার জন্য সঞ্জয় দত্তকে জীবনের এক পর্যায়ে সমকামী মনে হয়েছিল মা নার্গিসের। সঞ্জয় দত্তের আত্মজীবনীতে এ কথা খোদ জানিয়েছিলেন তাঁর বোন প্রিয়া। প্রিয়াকে সরাসরি কোনও প্রশ্ন করেননি নার্গিস। সঞ্জয়ের কাছেও জানতে চাননি তাঁর যৌনজীবন সম্পর্কে। তবে নাকি নিজের ঘনিষ্ঠ মহলে ছেলেকে নিয়ে আলোচনা করছিলেন যা হঠাৎই শুনে ফেলেন প্রিয়া।

ছেলে বন্ধু এলেই দরজা বন্ধ করে দেন সঞ্জয়… কেন করেন? এই প্রশ্নই মাথায় ঘুরছিলেন নার্গিসের। তিনি প্রশ্ন রেখেছিলেন বন্ধুদের কাছে। সঞ্জয় কি সমকামী– এই প্রশ্নই নাকি বারেবারেই মনে এসেছিল তাঁর। ছেলের প্রতি বরাবরই স্নেহশীল ছিলেন নার্গিস। এমনকি ছেলে যখন মাদকাসক্ত সেই বিষয়টিও নাকি পুরোপুরি এড়িয়ে যেতে চেয়েছিলেন তিনি। অন্যদের সব সময়েই বলতেন ছেলে মাদক নেওয়া তো দূর, মদ ও পান করে না।

২২ বছর বয়সে রকি ছবির মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন সঞ্জয়। কিন্তু তাঁর ছবি মুক্তির আগের দিন প্রয়াত হন মা নার্গিস। ঘটনায় ভেঙে পড়েছিলেন সঞ্জয়। তাঁর মাদকের নেশা আরও জাঁকিয়ে বসেছিল তাঁকে। জীবনে বহুবার বহু বিতর্কে জড়িয়েছেন ‘মুন্নাভাই’। কারাবাসও করতে হয়েছে তাঁকে। রাজকুমার হিরানি সঞ্জয় দত্তের বায়োপিকে সে সব বিষয় তুলে ধরেছেন। ছবিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর কাপুর। আর তাঁর ঘনিষ্ঠ বন্ধুর চরিত্রে অভিনয় করতে দেখা যায় ভিকি কৌশল। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অনুষ্কা শর্মাকেও। বলিউডে বিতর্কিত চরিত্র বর্তমানে এক ছেলে ও এক মেয়ে নিয়ে সুখী। ক্যানসারকেও হার মানিয়েছেন তিনি। অতীত ভুলে বাস্তবকে আঁকড়ে ধরেই বাঁচতে চান সঞ্জয় দত্ত।