Alia-Ranbir: আলিয়ার ‘ভালবাসা’য় খুবই বিরক্ত! ভিডিয়ো ভাইরাল হতেই চরম সমালোচিত রণবীর
Alia Bhatt: আর কিছুদিনের মধ্যেই কাপুর পরিবারে অনুষ্ঠিত হবে আলিয়ার 'সাধ'-এর অনুষ্ঠান। আলিয়ার শাশুড়ি নিতু কাপুর ও মা সোনি রাজদান একসঙ্গে জোট বেঁধে সাধের আয়োজন করছেন।
বক্স অফিসে শুরুটা ভাল হলেও ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে শঙ্কা কাটেনি প্রযোজকদের। হাইবাজেট ছবি, তার মধ্যে বয়কট ট্রেন্ড। তবে এ সবের মধ্যেই ট্রোল্ড হলেন রণবীর কাপুর। আলিয়ার সঙ্গে তাঁর ব্যবহার মোটেও ভাল লাগল না খোদ অনুরাগীদেরও। মা হবেন আলিয়া আর কিছুদিনের মধ্যেই। এরই মধ্যে রণবীর সঙ্গে ধর্ম প্রযোজনা সংস্থার অফিসে এসেছিলেন অভিনেত্রী। সেখানেই রণবীরের চুল ঠিক করে দেওয়ার জন্য উদত হন আলিয়া। যদিও ব্যাপারটি মোটেও ভাল ভাবে নেননি রণবীর। যে মুহূর্তে আলিয়া তাঁর চুল ঠিক করতে উদ্যত হন তাঁর চোখে মুখে ফুটে ওঠে বিরক্তির ভাব। আলিয়ার হাত সরিয়ে দেন তিনি। আর এতেই রেগে গিয়েছেন আলিয়া ভক্তরা।
তাঁদের একটা বড় অংশের বক্তব্য, প্রকাশ্যেই আলিয়ার সঙ্গে রণবীরের এ হেন ব্যবহার আদপে দৃষ্টিকটু। তাঁদের সম্পর্কের গোড়ার দিন থেকেই রণবীরের প্রতি এ হেন অভিযোগ উঠেছে। অনেকেরই বক্তব্য, সম্পর্কে আলিয়া যতটা সক্রিয়, রণবীর যেন ততটাই নিষ্ক্রিয়। অনেকের এও অভিযোগ, যাবতীয় অনুভূতি দেখান আলিয়াও। রণবীর নাকি বাধ্য হয়ে রয়েছেন। যদিও রণবীর ঘনিষ্ঠদের অন্য মত। তাঁদের মতে রণবীর বরাবরই চাপা স্বভাবের। রণবীরের সিংয়ের থেকে একেবারেই আলাদা। রণবীর সিং যতটা পরিমাণ অনুভূতি ব্যক্ত করতে পারেন তার সিকিভাগও না কি প্রকাশ করতেই পারেন না কাপুর-সন্তান। তাঁর ভাললাগা-মন্দলাগা– এ সবই নাকি নীরবে।
আর কিছুদিনের মধ্যেই কাপুর পরিবারে অনুষ্ঠিত হবে আলিয়ার ‘সাধ’-এর অনুষ্ঠান। আলিয়ার শাশুড়ি নিতু কাপুর ও মা সোনি রাজদান একসঙ্গে জোট বেঁধে সাধের আয়োজন করছেন। সাধের খাদ্য ধরন শুনলে অবাক হবেন। ২০২০ সাল থেকে পুরোপুরি নিরামিষ খাচ্ছেন আলিয়া। তিনি আসলে ভিগান। তাই তাঁর সাধেও থাকবে কেবল ভিগান খাবারেরই আয়োজন। মাছ থাকবে না একটুকুও। পুরোপুরি মহিলাদের অনুষ্ঠান হতে চলেছে আলিয়ার সাধ। পুরুষরা সেখানে থাকবেন না কেউ। আলিয়ার প্রিয় বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন, অনুষ্কা রঞ্জন, বোন শাহিন ভাট, ননদ করিনা কাপুর খান, করিশ্মা কাপুর খান, বচ্চন পরিবারের নব্য নভেলি নন্দা, শ্বেতা বচ্চন, আরতি শেট্টি এবং আলিয়ার ছোটবেলার বান্ধবীরা থাকবেন বলেই জানা গিয়েছে।
View this post on Instagram