‘মেরি কমের চরিত্রের জন্য উত্তর-পূর্ব ভারতের কোনও অভিনেত্রীকে বাছা হল না কেন’
বক্সার মেরি কমের জীবনী বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আদিলের প্রশ্ন সেখানেই।
বৈষম্য। ভারতের মতো দেশে প্রতিটি ক্ষেত্রে বোধহয় বৈষম্য রয়েছে। অন্তত এমনটাই মনে করেন, বিভিন্ন পেশার, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন জাতের মানুষ। টোকিয়ো অলিম্পিকে মীরাবাঈ চানুর জেতা নিয়ে দেশবাসীর উচ্ছ্বাসকে কটাক্ষ করে পোস্ট করেছিলেন মিলিন্দ সোমনের স্ত্রী অঙ্কিতা কোনওয়ার। অভিযোগ করেছিলেন কীভাবে পদে পদে বর্ণ বৈষম্যের শিকার হতে হয়ে উত্তর-পূর্ব ভারতীয়দের।
এ বার আর এক প্রশ্ন তুললেন অভিনেতা আদিল হুসেন। বক্সার মেরি কমের জীবনী বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আদিলের প্রশ্ন সেখানেই। মেরি কম উত্তর পূর্ব ভারতের মণিপুরের বাসিন্দা। তাঁর বায়োপিকে কেন কোনও মণিপুরী অভিনেত্রীকে নেওয়া হল না তাই জানতে চেয়েছেন আদিল। তিনি জানান, বলিউড একটা সুযোগ হারিয়েছে। একজনকে সুযোগ দেওয়া থেকেও বঞ্চিত করেছে। কোনও উত্তর-পূর্ব ভারতীয় মুখকে যদি কাস্ট করা হতো তবে বলিউড এক নতুন মুখ পেত।
View this post on Instagram
তাঁর কথায়, “মিলখা সিংয়ের চরিত্রে যদি কোনও উত্তর-পূর্ব ভারতীয় অভিনয় করতেন তবে মানুষ কি তা গ্রহণ করতে তা হলে নর্থ-ইস্টের মেয়ে মেরির চরিত্রে সেখানকার কোনও অভিনেতা নয় কেন?” প্রিয়াঙ্কা চোপড়ার মেরি কম হওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন মণিপুরী অভিনেত্রী লিন লাইশ্রামও। জানিয়েছিলেন এই কাস্টিং স্টিরিওটাইপ, এক পেশে। প্রসঙ্গত, এ বার অলম্পিকে মীরাবাঈ পদক জেতার পর আসামের মেয়ে অঙ্কিতা পোস্টে বলেছিলেন, ” আপনার জন্ম, বড় হওয়া যদি উত্তর পূর্ব ভারতে হয়, তা হলে দেশের জন্য পদক জিতলে একমাত্র তখনই আপনি ভারতীয় হিসেবে মর্যাদা পাবেন। অথচ আমাদের চিঙ্কি, চাইনিজ, নেপালি আর এখন করোনা বলে পরিচয় দেওয়া হয়।” অঙ্কিতাকে সমর্থন জানিয়েছিলেন অনেকেই।
আরও পড়ুন-‘একজন মা হিসেবে বলতে চাই..’, পর্নকাণ্ডে স্বামীর গ্রেফতারির পর প্রথম বার অফিসিয়াল বিবৃতি শিল্পার