Imran Khan: ইমরানের জীবনে নতুন নারী, হাতে হাত, পেশাও তিনিও কিন্তু অভিনেত্রী
Imran Khan: প্রসঙ্গত, ইমরান খানের পুরো নাম, ইমরান পাল খান। পাল শুনে অবাক হলেন? ইমরান কিন্তু বাঙালি। তাঁর বাবা বাঙালি হিন্দু।
ইমরান খানকে মনে আছে? সম্পর্কে আমির খানের ভাগ্নে হলেও তাঁর মিষ্টি হাসিতে এক সময় বুঁদ ছিল তামাম বিশ্ব। কেরিয়ার শুরু হয়েছিল ‘জানে তু ইয়া জানে না’ ছবি দিয়ে। যদিও এর পরে কার্যত হারিয়েই যান তিনি। স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গেও যে সম্পর্ক ভেঙেছে তাও তো আর অজানা নয়। এখন ইমরান কোথায়? এ প্রশ্ন ছিল দর্শকের মনে। সূত্র বলছে, ইমরানের মন জুড়ে এখন নতুন ব্যস্ত। দক্ষিণী অভিনেতা লেখা ওয়াশিংটনের সঙ্গে তাঁর প্রেম নিয়ে চলেছে গুঞ্জন। শুধু তাই নয়, ছবিও এসেছে প্রকাশ্যে। দেখা গিয়েছে হাতে হাত ধরে তাঁরা ভিড় ঠেলে এগোনোর চেষ্টা করছেন। তাঁকে দেখে উচ্ছ্বসিত সকলেই। আবারও যে নতুন ভাবে শুরু করছেন জীবন, তা দেখে খুশি অনুরাগীরা।
প্রসঙ্গত, ইমরান খানের পুরো নাম, ইমরান পাল খান। পাল শুনে অবাক হলেন? ইমরান কিন্তু বাঙালি। তাঁর বাবা বাঙালি হিন্দু। পদবী পাল। আইআইটি বম্বে থেকে পড়াশোনা করে বর্তমানে তিনি বিদেশে ইয়াহু কোম্পানিতে কাজ করেন। মা হলেন মুসলিম। পরিচালক নাসির হুসেনের মেয়ে, আর আমির খানের তুতো বোন। মামাকে দেখেই জানে তু ইয়া জানে না ছবি দিয়ে ইমরানের কেরিয়ার শুরু। এর আগে যদিও শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। সেই ছবির গান-গল্প তো আজও লোকের মুখে মুখে। জয়-অদিতির সেই কেমিস্ট্রি ভুলে যাবে সে সাধ্য কার? সব কিছু ভালই চলছিল ইমরানের জীবনে। প্রেমিকা অবন্তিকাকে বিয়ে করেন, মেয়ে হয়। কেরিয়ারও গোছানো। কিন্তু তাল কাটে ২০১৪-র পর থেকেই। পর পর ফ্লপ হতে শুরু করে ছবি। হঠাৎই একদিন শো-বিজকে বিদায় জানান ইমরান। ছবিকে বলে দেন টাটা। ওদিকে তখন ব্যক্তিগত জীবনেও ঝড়। অবন্তিকার সঙ্গে সম্পর্ক তলানিতে। ২০১৯-এ হয়ে যায় বিচ্ছেদ। এর পর থেকে নিজেকে কার্যত গুটিয়েই নিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি আবার তিনি চর্চায়। লেখার সঙ্গে সম্পর্ক কতদূর এগোয়? এখন সেটাই দেখার।
View this post on Instagram