Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jaya Bachchan: ঐশ্বর্যার মা’কে রেগে ধাক্কা জয়ার! ভাইরাল ভিডিয়োতে কী ধরা পড়ল? 

Jaya Bachchan: জয়া বচ্চন বদমেজাজি-- বি-টাউনে তাঁর ইমেজ অনেকটা এ হেনই। কিন্তু তাই বলে বৌমা ঐশ্বর্যা রাই বচ্চনের মায়ের সঙ্গে দুর্ব্যবহার! একটি ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয়েছে জোর আলোচনা।

Jaya Bachchan: ঐশ্বর্যার মা'কে রেগে ধাক্কা জয়ার! ভাইরাল ভিডিয়োতে কী ধরা পড়ল? 
ঐশ্বর্যার মা'কে রেগে ধাক্কা জয়ার!
Follow Us:
| Edited By: | Updated on: May 22, 2023 | 8:30 AM

জয়া বচ্চন বদমেজাজি– বি-টাউনে তাঁর ইমেজ অনেকটা এ হেনই। কিন্তু তাই বলে বৌমা ঐশ্বর্যা রাই বচ্চনের মায়ের সঙ্গে দুর্ব্যবহার! একটি ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয়েছে জোর আলোচনা। ভিডিয়োটি ২০১৪ সালের। রজনীকান্তের ছবি ‘কোচাদাইয়ান’-এর প্রিমিয়ারে স্বপরিবারে হাজির ছিলেন জয়া। হাজির ছিলেন ঐশ্বর্যা রাই বচ্চনের মা বৃন্দা রাইও। ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে ক্যামেরা সামনে জয়ার হাত ধরে যেই না বৃন্দা পোজ দিতে উদ্যত হয়েছেন ঠিক তখনই হাত সরিয়ে নিচ্ছেন জয়া। শুধু তাই নয়, তাঁর চোখে মুখে ফুটে উঠছে বিরক্তি।আর এর পরেই নেটিজেনদের একটা বড় অংশ তুলোধনা করেছেন তাঁকে। বৌমার মা বলেই কি অসম্মান? প্রশ্ন তুলেছেন তাঁরা। তবে অনেকেরই মতে, ওই ভিডিয়োটি মরফ করা। জয়ার ইমেজ খারাপ করতেই তা ব্যবহৃত হয়েছে। টিভিনাইন বাংলা ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। তবে সত্যিই যদি এমন কিছু করে থাকেন জয়া তবে যে একেবারেই কাম্য নয়, তা এককথায় স্বীকার করবেন সকলেই।

When visibly upset Jaya pushed away Aishwarya’s mother’s hand away at Rajnikanth trailer of his movie ‘Kochadaiiyaan’. by u/Scaryharry16 in BollyBlindsNGossip

সাংবাদিকদের সঙ্গে মাঝেমধ্য়েই বিতর্কে জড়ান জয়া বচ্চন (Jaya Bachhan)। বদমেজাজি, রুক্ষ স্বভাবের জন্য বলিউডে বেশ পরিচিতি আছে তাঁর। প্রায়শই মেজাজ হারান। প্রকাশ্যেই পাপারাৎজিদের সঙ্গে খারাপ ব্যবহার করে বসেন। সেই সব ভিডিয়ো ভাইরালও (Viral) হয় সোশ্য়াল মিডিয়ায়। বলিউডের (Bollywood) অন্দরে কান পাতলেই শোনা যায় ভীষণ মুডি মিসেস বচ্চন। এ নিয়ে অতীত মুখ খুলেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে একবার জয়া বলেন, “কেউ যদি আমার সামনে ভুল কিছু করে, আমি তা দেখে চুপ করে থাকতে পারি না। আমি উত্তর দেবই। আমি আগে থেকে প্ল্যান করে কিছু করতে পারিনা। যা বলব বা করব সব সামনা-সামনি।” তিনি আরও বলেন, “লোকজনের বোকামির জন্য আমার কাছে সময় নেই। যদি আমার, আপনার থেকে কিছু শেখার হয় আমি নিশ্চই শিখব। তখন আমায় আর বদমেজাজি মনে হবে না। তবে কোনও বোকামির জন্য আমি মেনে নেব না আর তার জন্য সময়ও নেই আমার। আমি বদমেজাজি হিসেবেই ঠিক আছি। কেউ অযথা আমার মূল্যবান সময় নষ্ট করবে তা মেনে নেব না।”