১৩ বছর পর আবার জুটি বাঁধছেন জন আব্রাহাম এবং অভিষেক বচ্চন
১৩ বছর পর আবার জুটি বাঁধছেন জন আব্রাহাম এবং অভিষেক বচ্চন। একটি মালায়ালম ছবির হিন্দি রিমেকে দু’জনকে আবার একসঙ্গে দেখা যাবে।
১৩ বছর পর আবার জুটি বাঁধছেন জন আব্রাহাম এবং অভিষেক বচ্চন। একটি মালায়ালম ছবির হিন্দি রিমেকে দু’জনকে আবার একসঙ্গে দেখা যাবে।
লকডাউন শুরু হওয়ার আগে মালায়ালম ছবি ‘ আয়াপ্পানাম কোসিয়াম’ রিলিজ করেছিল। মালায়ালম সুপারস্টার পৃথ্বীরাজ এবং বিজু মেনন মূল চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি সুপার–ডুপার হিট। বেশ কিছুদিন আগে অভিনেতা–প্রযোজক জন আব্রাহাম এই ছবির কপি রাইট কিনেছিলেন। জনের ইচ্ছে হিন্দিতে রিমেক করবেন ছবিটি। কিন্তু মূল দুই চরিত্রে কারা অভিনয় করতে পারেন সেই নিয়ে উত্তেজনা তুঙ্গে ছিল জনের ফ্যানদের মধ্যে।
View this post on Instagram
সূত্র থেকে পাওয়া খবর, ‘দোস্তানা’ জুটি এই ছবিতে ফের গাঁটছড়া বাঁধছেন একসঙ্গে। ‘দোস্তানা’ করার পর জন আব্রাহাম এবং অভিষেক বচ্চন হিট জুটি। কিন্তু দুঃখের বিষয় ‘দোস্তানা’ করার পর আর কোনও ছবিতে এই জুটিকে আর দেখা যায়নি। অনেক বছর ধরেই দু’জনে একটা ভাল স্ক্রিপ্ট খুঁজছিলেন। কিন্তু পাচ্ছিলেন না। এমনকী ‘দোস্তানা ২’ করার পরিকল্পনাও করেছিলেন দু’জন। কিন্তু দানা বাঁধিনি স্ক্রিপ্ট। তাই আর এগোননি দু’জনের কেউই। এতদিন পর অবশেষে শিকে ছিঁড়ল। ‘আয়াপ্পানাম কোসিয়াম’–এর হিন্দি রিমেকে এবার অভিনয় করবেন দু’জন। ‘আয়াপ্পানাম কোসিয়াম’ মূলত সাব–ইন্সপেক্টর এবং হাবিলদারের গল্প। তবে কে কোন চরিত্রে অভিনয় করছেন তা এখনও জানা যায়নি। তবে অভিষেক–জনের রসায়নে দর্শক যে আবার মজবে তা আশা করাই যায়।
আরও পড়ুন :বহুজন আমার উচ্চারণ নিয়ে মস্করা করেছে: দীপিকা
অন্যদিকে ইন্ডাস্ট্রি সূত্রে খবর,‘দোস্তানা ২’ শেষমেশ হচ্ছে। তবে এই ছবিতে অভিনয় করছেন কার্তিক আরিয়ান, জাহ্নবী কাপু্র এবং লক্ষ্য।