করিনা কাপুরের কেরিয়ারে প্রথম ন্যুড ছবি। প্রস্তাব আসা মাত্রই তিনি হকচকিয়ে গিয়েছিলেন। প্রতিটা পদে পদে তিনি ভেবে দেখেছিলেন, তিনি ছিক কতটা নিজেকে উজার করে দিতে পারবেন এই চরিত্রের জন্য। তবে অভিনেত্রী হিসেবে নিজেকে পরখ করে দেখতেই প্রস্তাব গ্রহণ করেন তিনি।
1 / 5
এরপর চলে শুটিং, নিরাপত্তায় মুড়ে বিছানায় চরম অবস্থায় ধরা দিয়েছিলেন করিনা কাপুর। হিরোইন ছবির জন্য তা এক বিশেষ আকর্ষণে পরিণত হয়। সকলেই বোল্ড করিনাকে দেখতে প্রেক্ষাগৃহে ছুটেছিল।
2 / 5
তবে অনেকেই করিনাকে এই অবস্থায় মেনে নিতে পারেননি। কারণ একটাই, কাপুর পরিবারের মেয়ে হয়ে এত বোল্ড! না, বিতর্কে কান দেননি করিনা কাপুর। স্পষ্টই তিনি নিজের একশো শতাংশ দিয়ে এই চরিত্রকে তৈরি করেছিলেন।
3 / 5
করিনার কথায়, ভয় কাজ করলেও, তিনি নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করেছেন। তবে ছবি মুক্তি পাওয়ার পর থেকেই করিনা কাপুরকে বিতর্কের মুখে পড়তে হয়। কারণ শুধু মাত্র ছবিতে থাকা ন্যুড দৃশ্য।
4 / 5
তা মুহূর্তে এমএমএস-এ পরিনত হয়ে যায়। সকলের হাতে হাতে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো ক্লিপিং। যা দেখা মাত্রই সকলের চক্ষু চড়কগাছ। যা নিয়ে কড়া ভাষায় আক্রমণ করা হয় করিনাকে। তবে করিনার মনে তা নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই বলেই একাধিকবার দাবি করেন বলিউড বেবো।