Kartik Aaryan: অক্ষয়ের সঙ্গে তুলনার প্রসঙ্গই ওঠে না, বিতর্ককে জল ঢেলে কেন এমন মন্তব্য করলেন কার্তিক
Kartik Aaryan: নিজের কেরিয়ার নিয়ে তিনি ঠিক যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, তা থেকে তিনি কেবলই শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই স্থির। আর ঠিক সেই কারণেই পিছনে ফিরে তাকাতে তিনি নারাজ।
কার্তিক আরিয়ান, এখন তাঁর আগামী ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে। ভুল ভুলাইয়া ২ ছবির জেরে বারে বারে খবরের শিরোনামে উঠে আসছেন কার্তিক আরিয়ান। অক্ষয় কুমার নন, এবার তিনি এই মজা তথা ভয়ের জনপ্রিয় ছবির সিক্যুয়েলের মুখ। যা নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে। একাধিকবার প্রশ্ন উঠেছে, কেন নেই অক্ষয় কুমার, কেই আবার বলেছেন, এই ছবি ফ্লপের তকমাই পাবে। যদিও ট্রোলকে এক পাশে সরিয়ে রেখে হরে রাম হরে রাম টাইটেল গানে তাঁর অনবদ্য নাচ টিনেজদের মন জয় করে নিয়েছে ইতিমধ্যেই। চুটিয়ে তিনি চালাচ্ছেন ছবির প্রচার। আর প্রশ্ন ওঠে সেখান থেকেই। বারে বারে সাংবাদিকদের মুখে আসা কার্তিক আরিয়ানকে সিনে দুনিয়ার প্রশ্ন তাঁর অতীত ঘিরে। যদিও তার হাতে এখন বেশ কিছু ছবির কাজ, তবে লক্ষ্যে প্রথমে ভুল ভুলাইয়া, কার্তিকের কথায়, এটা তাঁর জন্য এক বড় ব্রেক।
তবে নিজের কেরিয়ার নিয়ে তিনি ঠিক যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, তা থেকে তিনি কেবলই শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই স্থির। আর ঠিক সেই কারণেই পিছনে ফিরে তাকাতে তিনি নারাজ। তবে ট্রোলাররা কোনও না কোনও প্রসঙ্গ ঠিক খুঁজেই নেয়। এবার বিষয় অক্ষয় কুমারের সঙ্গে মুখোমুখি টক্করের। না, কার্তিক আরিয়ান না চাইলেও মিলছে না মুক্তি। কেন ভুল ভুলাইয়া ২ ছবিতে থাকেননি অক্ষয়, কীভাবে সেই মাইলেজ ছুঁতে পারবেন কার্তিক! এমনই প্রশ্ন এখন নেটদুনিয়ার পাতায় ভাইরাল।
যদিও সেই প্রসঙ্গে মুখ খুলে তিনি জানিয়েছিলেন, যে অক্ষয় কুমারের সঙ্গে তাঁর কোনও তুলনাই হয় না। কারণ একটাই, ছোট থেকেই অক্ষয় কুমারকে দেখে তিনি বড় হয়েছেন। তাঁর চোখে অক্ষয় কুমার সুপারস্টার। আর ঠিক সেই কারণেই অক্ষয়ের সঙ্গে তুলনার কোনও প্রশ্নই ওঠে না। রালপাল যাদবের কথায়, কার্তিক ছবিতে ভীষণরকমের পরিশ্রম করেছেন, এখন দেখার নির্ভ্যাজাল বিচার নাকি কড়া টক্করেরে জেরে বক্স অফিসে প্রভাব, কার্তিকের ভাগ্যে ঠিক কী রয়েছে!