ফের একসঙ্গে কাজ করবেন ‘বাধাই হো’ জুটি নীনা গুপ্তা ও গজরাজ রাও
The Intern: ছবির অংশ হতে পেরে খুশি নীনা ও গজরাজ।
২০১৮ সালে ভাগ্য ফিরেছিল দুই অভিনেতার। একজন নীনা গুপ্তা। অন্যজন গজরাজ রাও। এর জন্য দু’জনেই ধন্যবাদ জানিয়েছেন ‘বাধাই হো’ ছবির পরিচালক অমিত শর্মাকে। ছবিটি জাতীয় পুরস্কার পেয়েছিল। নীনা একবার নাকি এও বলেছিলেন, ‘বাধাই হো’র মতো ছবিতে কাজ না করলে তিনি অভিনয় ছেড়ে দিতেন।
অমিত শর্মা তৈরি করছেন হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমেক। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চন। সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরা। সহ-অভিনেতা হিসেবে এটা তাঁদের দ্বিতীয় কাজ বলা যেতে পারে।
View this post on Instagram
‘বাধাই হো’ ছবিটির সাফল্যের পর নীনা গুপ্তা ও গজরাজ রাওকে তাঁর প্রত্যেক ছবিতে কোনও না কোনও চরিত্রে রাখবেন, এমনটাই বলেছিলেন অমিত। তেমনই ছিল তাঁর প্রতিশ্রুতি। তিনি মনে করেন, এই দুই অভিনেতা অবহেলিত হয়েছেন ইন্ডাস্ট্রিতে। তাঁদের অভিনয়কে কেউই সহজভাবে ব্যবহার করতে পারেননি। “অজয় দেবগনের ‘ময়দান’ ছবিতে রয়েছেন গজরাজজি। কিন্তু সেখানে নীনাজি নেই। আমার পরবর্তী ছবি ‘দ্য ইন্টার্ন’-এ তাঁরা দু’জনেই রয়েছেন।”
View this post on Instagram
ছবির অংশ হতে পেরে খুব খুশি হয়েছেন গজরাজ। অমিতকে তিনি বলেছেন, “আমি জীবনেও ভাবিনি আমার ছবি তুলতে চাইবে প্যাপারাৎজি। আমি একটি শো রুমে ছিলাম। দেখলাম, তাঁরা আমার ছবি তুলতে ব্যস্ত।”
তবে ঠিক কোন চরিত্রে গজরাজ রাও ও নীনা গুপ্তাকে দেখা যাবে ‘দ্য ইন্টার্ন’-এ সে বিষয়ে অবশ্য খোলসা করে কিছু বলেননি অমিত। ছবির অফার পেয়ে বেজায় খুশি হয়েছেন নীনা-গজরাজ। তাঁদের কাস্ট করার কথা রেখেছেন অমিত।
আরও পড়ুন: আমি এখনও মন থেকে একজন কৃষক: নওয়াজউদ্দিন সিদ্দিকি
আরও পড়ুন: ডিজনির ইতিহাসে এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত থাকছেন কাহিনির কেন্দ্রে, কে তিনি?