মনোজের স্ত্রীকে অপহরণ করলেন নীনা? জানতে ডায়েল করুন ১০০

'ডায়েল ১০০' ক্রাইম থ্রিলার। সেখানে প্রোটাগনিস্ট টাইম, অর্থাৎ সময়। মনোজ বাজপেয়ী এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রের নাম নিখিল সুদ। নীনাকে দেখা যাবে সীমা পল্লবের চরিত্রে।

মনোজের স্ত্রীকে অপহরণ করলেন নীনা? জানতে ডায়েল করুন ১০০
'ডায়েল ১০০' ছবির পোস্টার
Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2021 | 11:26 PM

প্রকাশ্যে থ্রিলার ছবি ‘ডায়েল ১০০’-এর ট্রেলার। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী ও নীনা গুপ্তা। ট্রেলার মুক্তির পর প্রতিক্রিয়ার বন্যা বয়ে যাচ্ছে।

‘ডায়েল ১০০’ ক্রাইম থ্রিলার। সেখানে প্রোটাগনিস্ট টাইম, অর্থাৎ সময়। মনোজ বাজপেয়ী এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রের নাম নিখিল সুদ। নীনাকে দেখা যাবে সীমা পল্লবের চরিত্রে। পুত্রের আকস্মিক মৃত্যুর বদলা নিতে চায় সে।

ট্রেলারের শুরুতে দেখা যায়, পুলিশ স্টেশনে একটি অদ্ভুত ফোন কল আসে। এক মহিলার কান্না মাখা কণ্ঠস্বর শোনা যায়। সে নিখিল সুদের সঙ্গে কথা বলতে চায়। কথাবার্তায় বোঝা যায়, কাউকে মারতে চায় সেই মহিলা। ছবির নিমার্তারা বলেছেন, “একটি রাত এবং একটি ফোন কল আপনার জীবন পালটে দিতে পারে।”

সেই ফোন কলটি নিখিলের কাছে খুব বিরক্তিকর হয়ে ওঠে। তার মনে হতে থাকে মহিলাকে সে আগে থেকেই চেনে। কিছু সময়ের মধ্যে মহিলাকে সে চিন্তে পারে। বুঝতে পারে সে সীমা ছাড়া কেউ নয়। একসময় সীমা নিখিলকে বিয়ে করতে চেয়েছিল। সে নিখিলের স্ত্রী প্রেরণাকে অপহরণ করে। তাকে গুলি করে মারতে চায়।

ছবির পরিচালক রেনসিল ডি সিলভা। ৬ অগাস্ট ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ডায়েল ১০০’।

আরও পড়ুনশাহিদ কাপুরের জীবনের খুঁটিনাটি ক্যামেরা বন্দি করেন কে? মীরা নন; তা হলে?