ট্রোল-মিম-বিতর্কের মাঝেই নতুন বন্ধুর সঙ্গে আলাপ করালেন রিয়া

সাম্প্রতিক খবর, বিগবসের ১৫ সিজনে নাকি দেখা যাবে রিয়া চক্রবর্তীকে। সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন অঙ্কিতা লোখন্ডেরও ওই শো’ য়ে অংশ নেওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। যদিও দিন দুয়েক আগে অঙ্কিতা তা গুজব বলে উড়িয়ে দেন।

ট্রোল-মিম-বিতর্কের মাঝেই নতুন বন্ধুর সঙ্গে আলাপ করালেন রিয়া
রিয়া
Follow Us:
| Edited By: | Updated on: Jul 03, 2021 | 6:56 PM

রিয়া চক্রবর্তী। গত এক বছর ধরে বলিউডে বিতর্ক যাকে ঘিরেই আবর্তিত হয়েছে। শোনা যাচ্ছে, বলিউডে কাজ খুঁজছেন রিয়া। বেশ কিছু প্রত্যাখানও সইতে হয়েছে তাঁকে। বন্ধুবৃত্তও কমেছে অনেকটা। যদিও যারা থাকার তাঁরা আছেন ঠিকই। এরই মধ্যে নতুন বন্ধু হয়েছে রিয়ার। তারা চারপেয়ে, পথকুকুর। ইনস্টাগ্রামে তাদের সঙ্গেই আলাপ করিয়ে দিলেন অভিনেত্রী।

সিঁড়িতে বসে চার নতুন বন্ধুকেই সযত্নে খাইয়ে দিলেন খাবার। এক এক করে। আর তারাও এক এক করে খেল খাবার। সেখানে অবিশ্বাসের জায়গা নেই। নেই উত্তর, প্রতি উত্তরের বেড়াজাল। ভিডিয়ো শেষে রিয়াকে আবার বলতেও শোনা গিয়েছে, ‘কী মিষ্টি ওরা…।’ কমেন্ট সেকশনে ট্রোলিং যথারীতি অব্যাহত। কেউ লিখেছেন, “সিম্প্যাথি কিনতে চাইছেন”। আবার কারও মনে হয়েছে, “সবটাই দেখনদারি”। তবে ওদের সঙ্গে সময় কাটিয়ে রিয়া আনন্দ পেয়েছেন, জানান দিচ্ছে তাঁর মুখের অভিব্যক্তিই।

রিয়া চক্রবর্তী ইনস্টাগ্রাম ঘুরে দেখলেও ঘুরে দাঁড়ানোর বার্তা, নতুন করে জীবন শুরুর বার্তা। মঙ্গলবার ইনস্টা স্টোরিতেও একটি ছবি পোস্ট করেছিলেন রিয়া। সেই ছবির ক্যাপশনেও ওই একই বার্তা। রিয়া লিখেছেন, ‘রাইজ অ্যান্ড শাইন’। যার বাংলা তর্জমা করকে দাঁড়ায়, “জেগে ওঠ, উজ্জ্বল হও”। বিগত এক বছরের যাবতীয় নেতিবাচক দিককে দূরে সরিয়ে আবারও মূলস্রোতে ফেরার তাগিদ তাঁর।

আরও পড়ুন- অপ্রকৃতস্থ অবস্থায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা

সাম্প্রতিক খবর, বিগবসের ১৫ সিজনে নাকি দেখা যাবে রিয়া চক্রবর্তীকে। সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন অঙ্কিতা লোখন্ডেরও ওই শো’ য়ে অংশ নেওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। যদিও দিন দুয়েক আগে অঙ্কিতা তা গুজব বলে উড়িয়ে দেন। রিয়া যদিও এ নিয়ে মুখ খোলেননি। তাই জল্পনা বাড়ছেই।