‘তোকে সবচেয়ে বেশি ভালবাসি’, ভাইয়ের জন্মদিনে অদেখা ছবি শেয়ার রিয়ার
গত বছর সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই রিয়া ছিলেন লাইমলাইটে। জল গড়িয়েছিল অনেক দূর। রিয়া ও শৌভিক-- দুইজনই মাদক মামলায় হাজতবাস করেছেন।
রাখিতে শুভেচ্ছা জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে। এ বার ভাই শৌভিকের জন্মদিনে আরও একবার বার্তা রিয়ার। শেয়ার করলেন অদেখা ছবিও। ক্যাপশনও ইঙ্গিতবহ। ইনস্টা স্টোরিতে শৌভিকের সঙ্গে ছবি শেয়ার করে রিয়া লিখেছেন, “শুভ জন্মদিন আমার সব কিছু। আমার যোদ্ধা। তোকে সবচেয়ে বেশি ভালবাসি”। দিন কয়েক আগে রাখি উপলক্ষেও শৌভিকের জন্য মিষ্টি বার্তা পোস্ট করেছিলেন রিয়া। অতীত ভুলে যে তিনি যে আবার স্বাভাবিকতায় ফিরছেন তা বলে দিচ্ছে তাঁর পোস্টই।
গত বছর সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই রিয়া ছিলেন লাইমলাইটে। জল গড়িয়েছিল অনেক দূর। রিয়া ও শৌভিক– দুইজনই মাদক মামলায় হাজতবাস করেছেন। এর মধ্যে শৌভিকের হাজতবাসের সময় ছিল রিয়ার থেকে বেশি। কিন্তু সে সব এখন অতীত। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে রুমি জাফরির ছবি চেহরে। এই ছবিতে স্বল্প পরিসরে অভিনয় করেছেন রিয়া। ছবিতে রিয়া ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, ইমরান হাসমিসহ অনেকেই। যদিও বক্স অফিসে এই ছবি বেশ সমালোচনার মধ্যে পড়েছে। গল্পের প্লট নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত ৯ এপ্রিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় হিসেবে ওলটপালট হয়ে যায়। এর আগে মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার। ট্রেলারটি ছিল আদ্যপান্ত সাসপেন্সে মোড়া। ট্রেলারটির সময়সীমা প্রায় তিন মিনিট। কিন্তু তাতে রিয়ার উপস্থিতি হাতে গোনা কয়েক সেকন্ড। সুশান্ত কাণ্ডের ঝড়, নাকি অন্য কারণ– ঠিক কী জন্য রিয়ার উপস্থিতি এত কম ‘চেহরে’র ট্রেলারে? মুখ খুলেছিলেন ছবির পরিচালক রুমি জাফরি এবং প্রযোজক আনন্দ পন্ডিত।
আনন্দ বলেছিলেন, “রিয়ার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। ওর পাশে রয়েছি। চেহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ রিয়া। আমি খুশি যে ছবির প্রচারের জন্য রিয়াকে বাদ দেওয়া হয়নি।” অন্যদিকে রুমি জাফরির কথায়, “প্রথম থেকেই রিয়াকে প্রমোশনের শেষের অংশেই রাখার কথা ছিল”। রুমি জানান, চেহরেতে রিয়ার চরিত্রটি ছোট। তাই সুশান্ত কাণ্ড না হলেও রিয়াকে ট্রেলারে এখন যতটা দেখা যাচ্ছে তখনও ততটাই দেখা যেত। রুমি বলেন, “কোনও কিছু প্রমাণ করার জন্য তো রিয়ার স্ক্রিন প্রেজেন্স আমরা ইচ্ছাকৃত ভাবে দীর্ঘক্ষণ করতে পারি না।”
জানিয়ে রাখা ভাল, ট্রেলারে তাও অল্প কিছু সেকন্ডের জন্য রিয়া জায়গা পেলেও টিজার এবং ছবির পোস্টারে দেখা যায়নি তাঁকে। সে প্রসঙ্গে এর আগে আনন্দ বলেছিলেন, “আমরা এই মুহূর্তে রিয়ার বিষয়ে কোনও প্রতিক্রিয়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সঠিক সময়ে তার সম্পর্কিত প্রশ্নের জবাব দেব। এই মুহূর্তে আমি আর কিছু বলতে পারি না।” সব সমালোচনা সামলেই অবশেষে বড় পর্দায় দেখা গিয়েছে রিয়াকে। শোনা যাচ্ছে, ক্রমে হাতেও আসছে কাজ।