Bollywood Gossip: অক্ষয়কে সরাচ্ছে না কার্তিক, তবে কী এমন ঘটল হেরা ফেরি সিরিজ়ে, রহস্য ফাঁস

Hera Pheri 3: বি-টাউন সূত্রে সামনে আসে অন্য খবর। অক্ষয় কুমারের আকাশ ছোঁয়া পারিশ্রমিকের দাবি করায় তাঁকে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে।

Bollywood Gossip: অক্ষয়কে সরাচ্ছে না কার্তিক, তবে কী এমন ঘটল হেরা ফেরি সিরিজ়ে, রহস্য ফাঁস
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2022 | 10:54 AM

কার্তিক আরিয়ান ও অক্ষয় কুমারকে ঘিরে বি-টাউনে সম্প্রতি চর্চা তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে কার্তিকের আগামী ছবির কাজের একাধিক খবর। অধিকাংশ ক্ষেত্রেই উঠে আসছে কার্তিক আরিয়ান নাকি আগামী ছবিগুলোতে অক্ষয় কুমারকে সরিয়ে নিজে জায়গা করে নিচ্ছেন। যদিও সেই প্রসঙ্গে খোদ অক্ষয় কুমার বা কার্তিক আরিয়ান কোনও মন্তব্যই করেননি। নেটপাড়ায় শোরগোলের ঠেলায় কেআরকে চুপ থাকতে পারলেন না। তিনি বি-টাউনের অন্দরমহল নিয়ে সমালোচনা করতে কোনওদিন পিছপা হন না। সুযোগ পেলেই তিনি কিছু না কিছু তথ্য ফাঁস করেই থাকেন। যার জেরে একাধিকবার বিপাকে পড়তে হয়েছে তাঁকে অতীতে। কখনও যেতে হয়েছে জেলে কখনও আবার প্রকাশ্যে চাইতে হয়েছে ক্ষমা।

তবে এই মর্মে মুখ বন্ধ রাখতে পিছপা হন না তিনি কখনই। কয়েকদিন আগেই  সোশ্যাল মিডিয়া পোস্ট করে তিনি জানিয়েছিলেন যে, আগামীতে হাউসফুল ছবি থেকেও অক্ষয় কুমারকে সরিয়ে দিচ্ছেন কার্তিক আরিয়ান। তবে বি-টাউন সূত্রে সামনে আসে অন্য খবর। অক্ষয় কুমারের আকাশ ছোঁয়া পারিশ্রমিকের দাবি করায় তাঁকে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। অন্য দিকে অক্ষয় কুমার জানান, চিত্রনাট্য তাঁর পছন্দ হয়নি বলেই তিনি সরে গিয়েছেন। তবে এই খবরের বাইরেও চর্চায় ছবি।

এবার এল নতুন প্রসঙ্গ, ছবি থেকে নাকি সরে অক্ষয় কুমার। বরং অক্ষয় কুমারের চরিত্র অর্থাৎ রাজু চরিত্রটিকে সরিয়ে দেওয়া হচ্ছে। যার বদলে ঢুকছে নতুন চরিত্র। সেখানেই দেখা যাবে কার্তির আরিয়ানকে। ফলে বিষয়টা ভীষণ স্পষ্ট। কোথাও গিয়ে যেন কার্তিকের ওপর যে রাগ জন্মেছিল ভক্তদের এই খবর সামনে আসতে তা বেশ কিছুটা প্রশোমিত হল। তবে আর কোনওদিন হেরা ফেরি-তে দেখা যাবে না অক্ষয় কুমারকে। তবে কার্তিকের কাঁধে সেই দায় যে বর্তায় না তা এক প্রকার স্পষ্ট হয়ে গেল এই খবরের হাত ধরে।