Salman Khan: হলের ভিতরেই সলমন-ভক্তদের বেলাগাম উল্লাস, ‘এত অবিবেচক কী করে’?

Salman Khan: ভাইজানের সিনেমা মুক্তি পাচ্ছে দীপাবলিতে। সলমন খানের ভক্তদের প্রথম থেকেই এ নিয়ে উত্তেজনা ছিল চরমে। কিন্তু সেই উত্তেজনা মাসুল যে দিতে হবে বাকিদেরও তা হয়তো ধারণাই করতে পারেননি সলমন নিজেই। কিন্তু ঘটল ঠিক এমনটাই।

Salman Khan: হলের ভিতরেই সলমন-ভক্তদের বেলাগাম উল্লাস, 'এত অবিবেচক কী করে'?
এ কী কাণ্ড!
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2023 | 12:41 PM

ভাইজানের সিনেমা মুক্তি পাচ্ছে দীপাবলিতে। সলমন খানের ভক্তদের প্রথম থেকেই এ নিয়ে উত্তেজনা ছিল চরমে। কিন্তু সেই উত্তেজনা মাসুল যে দিতে হবে বাকিদেরও তা হয়তো ধারণাই করতে পারেননি সলমন নিজেই। কিন্তু ঘটল ঠিক এমনটাই। মহারাষ্ট্রের মালেগাঁও অঞ্চলের মোহন সিনেমা হলে সলমন-ক্যাটরিনার ছবি ‘টাইগার থ্রি’ দেখতে এসে এমন কাণ্ড ঘটিয়ে ফেললেন ভক্তরা, যা নিয়ে আপাতত সমালোচনার মুখে সলমনের সব ফ্যানেরাই। শুভদিনে পরিবার নিয়ে ওই হলে সকলেই গিয়েছিলেন ছবিটি দেখতে। যেই না সলমন খান স্ক্রিনে এন্ট্রি নিয়েছেন আচমকাই কিছু অত্যুৎসাহী ভক্ত রকেট, রঙমশাল, তুবড়ি সহ নানা ধরনের আতসবাজি সিনেমা হলের ভিতরেই জ্বালাতে শুরু করে দেন। অল্প কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়া আর বিকট গন্ধে ভরে যায় গোটা সিনেমা হল। শুধু তাই নন, আগুনের ফুলকি ছড়িয়ে পড়তে থাকে এক সিট থেকে অন্য সিটে। প্রাণ বাঁচাতে কেউ কেউ পালাতে শুরু। আর এক দল নগ্ন উল্লাসে মত্ত হয়ে আরও বাজি পোড়াতে শুরু করেন। গোটা ঘটনাটি ডিজিটাল যুগে ভিডিয়ো বন্দী হতে বেশি সময় নেয়নি।

আর তা ভাইরাল হওয়া মাত্রই সলমনের অন্যান্য ভক্তদেরও মাথায় হাত! সিনেমা হলের অন্দর একটি বদ্ধ জায়গা, সেখানে দাহ্য বস্তুও ভরপুর– এরকম একা জায়গায় আগুন নিয়ে ছেলেখেলা যে কতখানি বিপদের তা ভেবেই শিউরে উঠছেন সকলেই। ঘটনায় কেউ আহত না হলেও জল গড়িয়েছে থানা পর্যন্ত। দায়ের হয়েছে এফআইআরও। ভিডিয়ো দেখে দুই ব্যক্তিকে আটকও করেছে মহারাষ্ট্র পুলিশ। গোটা ঘটনাটির সূত্রপাত কী করে, সবটাই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এরই পাশাপাশি হল মালিককেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।

‘মোহন থিয়েটার’-এর এই ঘটনা নতুন নয়। শাহরুখ খানের ‘পাঠান’-এর সময়ও ঘটেছিল অনুরূপ ঘটনা। আবারও ওই একই ঘটনার সম্মুখীন হতে হল সবাইকে। অবিবেচকের মতো যারা এই কাণ্ড ঘটিয়েছে তাঁদের শাস্তির দাবিও উঠেছে সর্বত্র। যদিও সলমন খান এখনও পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি।