Jawan Teaser: অ্যাটলির ‘জাওয়ান’-এ শাহরুখের লুক দেখে কী এমন বললেন সলমন, যে সকলে হইচই করছে?
Shahrukh-Salman: শাহরুখ বুঝেছেন দক্ষিণ ভারত কত ভাল কাজ করছে। তাই নিজেও একজন দক্ষিণ ভারতীয় পরিচালকের ছবিতে কাজ করছেন।
দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে দক্ষিণেরই পরিচালক অ্যাটলির একটি ছবিতে অভিনয় করছেন শাহরুখ খান। অনেক চিন্তাভাবনার পর সেই ছবির নাম ঠিক হয়েছে ‘জওয়ান’। এতদিন সেই ছবিকে সকলে ‘অ্যাটলির ছবি’ হিসেবেই জানত। সম্প্রতি ছবির টিজ়ার প্রকাশ্যে এসেছে। সেখানে শাহরুখের লুক নিয়ে অনেক আলোচনা হচ্ছে এই মুহূর্তে। যা দেখে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সলমন খান। তিনি কেবল প্রতিক্রিয়া দেননি, টিজ়ারটি শেয়ার করেছেন ইনস্টাগ্রামেও। লিখেছেন, “মেরে জওয়ান ভাই রেডি হ্যায়।” গত বছর শাহরুখ পুত্র আরিয়ানের ড্রাগ মামলায় জড়িয়ে পড়ার ঘটনায় বিচলিত হয়েছিলেন সলমন। পাশে এসে দাঁড়িয়েছিলেন শাহরুখের। সেই সময় থেকেই তাঁদের বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে।
‘জওয়ান’-এর টিজ়ার শেয়ার করে শাহরুখ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “অ্যাকশন প্যাকড ২০২৩। আপনাদের সামনে ‘জওয়ান’কে আনলাম। ২০২৩ সালের ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘জওয়ান’। কেবল হিন্দিতে নয়, এ ছবি মুক্তি পাবে একগুচ্ছ দক্ষিণ ভারতীয় ভাষায়, যেমন তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড়।”
অন্যদিকে অ্যাটলি লিখেছেন, “আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। খুব এক্সাইটেড আছি। নিজেকে ধন্য মনে হচ্ছে। শাহরুখ, আপনাকে দেখে বড় হয়েছি। জীবনেও কল্পনা করতে পারিনি আপনার মতো একজন স্টারকে পরিচালনা করার সুযোগ পাব।”
গত চার বছর কোনও ছবি মুক্তি পায়নি শাহরুখে। দুটি ছবির কাজ মন দিয়ে করেছেন তিনি। দুটি ছবিতেই রয়েছে দেশ প্রেম। একটি ‘জওয়ান’, অন্যটি ‘পাঠান’। মাঝে ছেলে আরিয়ানকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন কিং খান। কিন্তু ছেলের মাদক-কাণ্ডে ফেঁসে যাওয়া অনুরাগীদের কাছে একচুল টলাতে পারেনি তাঁর ইমেজ। শাহরুখ কিন্তু নিজ মহিমাতেই অটল আছেন। বুঝেছেন দক্ষিণ ভারত কত ভাল কাজ করছে। তাই নিজেও একজন দক্ষিণ ভারতীয় পরিচালকের ছবিতে কাজ করছেন।