Bhaijaan Movie: ভাইরাল সলমন, লম্বা চুল, বোল্ড লুক, প্রকাশ্যে ভাইজান-এর ‘রাফ অ্যান্ড টাফ’ লুক
Salman Khan: বড় বড় চুল, স্টানিং ফিগারে নজর কাড়লেন তিনি। এখন গোটা ছবির টিম রয়েছে লেহ লাদাকেই। সলমন খান এখন একের পর এক ছবির কাজ শেষ করছেন।
একের পর এক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বর্তমানে সলমন খান। পাঠান ছবিতে কেমিও-র জন্য যখন বেশকিছুটা সময় রেখেছিলেন, সেই সময় থেকেই চলছিল টাইগার থ্রি ছবির শুটিং। পাশাপাশি কাভি ঈদ কাভি দিওয়ালি ছবির কাজ নিয়েও ব্যস্ত ছিল গোটা টিম। তবে সেই ছবির কাজ কিছুটা এখনও বাকি। তারই মাঝে পরবর্তী ছবির কাজে হাত দিলেন এবার সলমন খান। ছবির নাম ভাইজান। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই খবরে ঘি ঢালল এবার সলমন খানের পর্দার লুক। শাহরুখের পর সলমনের এবার স্টানিং লুক প্রকাশ্যে। পাঠানে ঠিক যেমন নয়া লুকে চমকে দিয়েছিলেন শাহরুখ খান। এবার পালা হচ্ছে বলিউড ভাইজানের।
সম্প্রতি তিনি উড়ে গেলেন লাদাখের পথে। সেখানেই বর্তমানে দস্তুর মত চলছে শুটিং। সলমন খানের বিপরীতে রয়েছেন পূজা হেগেড়ে। পূজার শেষ মুক্তি পাওয়া ছবি প্রভাসের বিপরীতে রাধে শ্যাম। এবার তিনি জুটি বাঁধতে চলেছেন সলমন খানের সঙ্গে। তবে ছবির শুটিং ফাঁকেই এবার নিজের লুকের বেশ কিছুটা আভাস নিজেই দিয়ে বসলেন সলমন খান। ঝড়ের গতিতে ঝড়িয়ে পড়ল সেই পোস্ট। পাহাড় কোলে রাফ এন্ড টাফ লুকে ভাইজান।
View this post on Instagram
বড় বড় চুল, স্টানিং ফিগারে নজর কাড়লেন তিনি। এখন গোটা ছবির টিম রয়েছে লেহ লাদাকেই। সলমন খান এখন একের পর এক ছবির কাজ শেষ করছেন। তিন খানের মধ্যে ইতিমধ্যেই এক খান ফ্লপের মুখ দেখে নিয়েছে। পর পর দুটো ছবি ফ্লপ করল আমির খানের। এবার বলিউডের তুরুপের তাস শাহরুখ খান ও সলমন খান। তবে দুই খানের ছবি আসতেই এখন বেশি কিছুটা সময়ের অপেক্ষা। তবে একাধিক বিগ বাজেট ছবি আসতে চলেছে পর্দায়। এর পাশাপাশি ঘীঘ্রই শুরু হতে চলেছে সলমন খানের বিগ বস ১৬-র শুটিং। এই ছবির কাজ শেষ করে বিগ বসের কাজ শুরু করবেন ভাইজান।