Shah Rukh Khan: ‘মুসলিম হয়ে ভারতের পতাকা তুলছ’, কদর্য ট্রোলের মুখে খোদ শাহরুখ

Shah Rukh Khan: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'হর ঘর তিরঙ্গা' উদ্যোগে অংশ নিয়েছিলেন শাহরুখ। মন্নতের ছাদে দুই ছেলে ও স্ত্রী গৌরী খানকে নিয়ে সাদা পোশাকে তুলেছিলেন পতাকা।

Shah Rukh Khan: 'মুসলিম হয়ে ভারতের পতাকা তুলছ', কদর্য ট্রোলের মুখে খোদ শাহরুখ
কদর্য ট্রোলের মুখে খোদ শাহরুখ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 16, 2022 | 7:13 PM

জোর গলায় গেয়ে উঠেছিলেন, ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্থানি’। কবীর খান হয়ে অনস্ক্রিন জিতিয়েছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট টিমকে। মন্নতের অন্দরে করেছেন গণেশ পুজো, দিওয়ালিতে সাজিয়েছেন গোটা বাড়ি, ছোট ছেলের নাম আব্রাম রাখা প্রসঙ্গে জোর গলায় বলেছিলেন, “আমরা হলাম হিন্দু-মুসলিম পরিবার। ছেলের নামের মধ্যে নবি-রাম দুই থাকুক।” এ হেন শাহরুখ খানই এবার কদর্য ট্রোলিংয়ের মুখে। কেন তিনি ৭৫তম স্বাধীনতা দিবস উপল্লখে ‘মন্নত’-এর আকাশে উড়িয়েছেন তেরঙ্গা সে জন্য রীতিমতো তুলোধনা করা হল তাঁকে। কেউ বললেন, এ সবই নাকি আগামী ছবি হিট করানোর স্ট্র্যাটেজি, আবার কেউ সরাসরি আঙুল তুললেন এসআরকে’র ধর্মের দিকেও। প্রশ্ন উঠল তাঁর ‘দেশপ্রেম’ নিয়েও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘হর ঘর তিরঙ্গা’ ক্যাম্পেনে অংশ নিয়েছিলেন শাহরুখ। মন্নতের ছাদে দুই ছেলে ও স্ত্রী গৌরী খানকে নিয়ে সাদা পোশাকে তুলেছিলেন পতাকা। সেই ছবি শেয়ার করা মাত্রই বিতর্কের সূত্রপাত। প্রথমত, ১৪ অগস্ট (পাকিস্তানের স্বাধীনতা দিবস) ভারতের পতাকা তোলার জন্য তাঁকে দাগিয়ে দেওয়া হয় পাকিস্তানি হিসেবে। কেউ আবার তুলে আনেন আরিয়ান খান মাদক মামলার কথাও। কেন আরিয়ানকে পাশে নিয়ে পতাকা তুলছেন এসআরকে, সেই প্রশ্নও উড়ে আসতে থাকে ক্রমাগত। নেতিবাচক মন্তব্যে দ্রুত ভরে ওঠে কমেন্ট বক্স।

প্রসঙ্গত, কিছু বছর আগে দেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন আমির খান। ‘লাল সিং চাড্ডা’ মুক্তির পর আমির খানের বিরুদ্ধে উঠেছিল বয়কটের ডাক। অভিযোগ উঠেছিল, দেশকে অপমান করেছেন তিনি। শাহরুখের কেরিয়ার কম দিনের নয়, এত বছরের কেরিয়ারে ধর্ম-দেশ নিয়ে কোনও দিন তাঁর মুখ থেকে বিতর্কিত মন্তব্য শোনা যায়নি বলেই দাবি তাঁর ভক্তদের। দেশকে যে ভালবাসেন সে প্রমাণ আগেও বহুবার পাওয়া গিয়েছে সুপারস্টারের তরফে। তাঁর কাজ বাইরের পৃথিবীতে ভারতকে করেছে উজ্জ্বল। দুবাইয়ের বিখ্যাত বুরজ খলিফার গায়ে তাঁর জন্মদিনেই জ্বলজ্বল করতে দেখা গিয়েছে নাম, যা ভারতীয় সেলেবদের ক্ষেত্রে একেবারেই বিরল নিদর্শন। এ হেন কিং খানকেই এভাবে আক্রমণ! ট্রোলের পাল্টা ময়দানে নেমেছে এসআরকে সৈন্যও। গণতান্ত্রিক দেশে সাম্প্রদায়িকতা আঁচ যেন প্রিয় নায়কের গায়ে না আসে সে ব্যাপারে সচেষ্ট হয়ে পড়েছেন তাঁরা।

মনে আছে? ‘স্বদেশ’ ছবিতে নাসার লোভনীয় চাকরি ছেড়ে মোহন ফিরে এসেছিলেন দেশে, গেয়ে উঠেছিলেন, ‘ ইয়ে যো দেশ হ্যায় তেরা, স্বদেশ হ্যায় তেরা…”। আপন করে নিয়েছিলেন দেশের মাটিকে। ধন্য ধন্য করে উঠেছিল সিনেপ্রেমীরা। বাস্তবের ‘মোহন’-এর দেশভক্তি কেন তবে আজ প্রশ্নের মুখে? কেন ট্রোলিং? কেন এত নেতিবাচকতা? উত্তর খুঁজেই চলেছেন এসআরকে ভক্তরা।