Sidharth-Kiara Wedding: অবশেষে বাজল বিয়ের সানাই, সিড-কিয়ারার বিয়ের মেনু দেখে নেটপাড়ার অবাক

Bollywood Wedding: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সঙ্গীত থেকে মেহেন্দি পর্ব। ধীরে ধীরে বিয়ের আসর সেজে উঠছে। রাজস্থানের জয়সলমীরে বসছে বিয়ের আসর।

Sidharth-Kiara Wedding: অবশেষে বাজল বিয়ের সানাই, সিড-কিয়ারার বিয়ের মেনু দেখে নেটপাড়ার অবাক
রাত পোহালেই বিয়ের পিঁড়িতে কিয়ারা-সিদ্ধার্থ। গালা বিয়ের আসর, তবে সেই বিয়ের পরই কোনও রোম্যান্টিক হানিমুনের আয়োজন থাকছে না। ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ বেশ সুন্দর করে পরিকল্পনা করেছিলেন হানিমুনের।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 05, 2023 | 11:25 AM

কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ের আসর বলে কথা, সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে শোরগোল থাকবে না তা কি হয়? ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে গত কয়েকবছরে এই দুইয়ের প্রেমকাহিনি। যার মাঝে এসেছে বিচ্ছেদের ঝড়, কখনও সামনে আসতে দেখা গিয়েছে তাঁদের গোপনে ডেটিং-এর ছবি ভাইরাল হতে। দ্বিতীয়বার কাছাকাছি আসার পর তাঁরা আর সম্পর্ক নিয়ে খুব একটা খোলামেলা কথা বলা পছন্দ করতেন না। তাই একাধিকবার এই প্রসঙ্গে প্রশ্ন করার পরও তাঁরা খুব একটা গুরুত্ব দেননি। তবে টিনসেল টাউনে বিয়ের খবর চাপা থাকবে তা কি হয়? তাই ডিসেম্বর থেকেই সামনে এসেছিল বিয়ের সমস্ত বিস্তারিত তথ্য। ৪ ফেব্রুয়ারি  থেকে শুরু হতে চলেছে বিয়ের আসর।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সঙ্গীত থেকে মেহেন্দি পর্ব। ধীরে ধীরে বিয়ের আসর সেজে উঠছে। রাজস্থানের জয়সলমীরে বসছে বিয়ের আসর। সেখানেই এক প্রাসাদ সেজে উঠছে এই মর্মেই। তবে বিশাল আয়োজন থাকলেও আলিয়া ও রণবীরের পথেই হাঁটলেন তাঁরা। মাত্র ১০০ থেকে ১২৫ জনকে নিয়েই বসছে এই বিয়ের আসর। যার জন্য বুক করা হয়েছে ৮০টি ঘর, সঙ্গে আয়োজন করা হয়েছে ৭০ টি গাড়িরও।

তবে চমক যাতে রইল, তা হল বিয়ের মেনু। তালিকায় থাকছে রাজস্থানের সাবেকি নানান পদ। সঙ্গে অতিথিদের জন্য থাকবে চাইনিজ, জাপানিজ, ইটালিয়ান, আফগানি কাবাব, মোগলাই খানাও। পঞ্জাবের স্পেশ্যাল মাকাইয়ের রুটি, সরষো কা শাকও বাদ পড়েনি লিস্ট থেকে। সঙ্গে থাকছে লাড্ডু থেকে রাবড়ি, ক্ষীর থেকে সোহন হালুয়া। ফলে যাকে বলে শাহি বিয়ের আসরষ রাজস্থানে রাজকীয় এই বিয়েকে সাজিয়ে তুলতে কোনও খামতি রাখেননি এই দুই স্টার।