Sushmita-Lalit: ললিতের সঙ্গে চুটিয়ে প্রেম ও বিয়ের আভাস, এবার মুখ খুলল সুস্মিতার পরিবার
Sushmita-Lalit: দিদির সঙ্গে প্রেম প্রাক্তন আইপিএলকর্তার। কী বললেন সুস্মিতার ভাই ও তাঁর স্ত্রী?
বৃহস্পতিবার সন্ধ্যাবেলার ঘটনা। পরপর দুটি টুইট করেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদী। লন্ডন-নিবাসী ক্রিকেট প্রশাসক তাঁর প্রেমজীবন নিয়ে পোস্ট করেছেন। যে পোস্টের পরই হইচই শুরু হয়েছে। ললিত গোটা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন, তিনি মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সঙ্গে প্রেম করছেন। তাঁরা হয়তো বিয়েটাও সেড়ে ফেলবেন খুব তাড়াতাড়ি। সুসংবাদ পাওয়ার পর থেকে চমকে উঠেছেন সুস্মিতার অগণিত ভক্ত। যে সুস্মিতা বিয়ে নামক প্রতিষ্ঠানিক বন্দোবস্ত থেকে ছিলেন শতহস্ত দূরে, সেই সুস্মিতাই কি না এবার বিয়ের পিঁড়িতে বসবেন! এই খবরটি ছড়িয়ে দেন তাঁরই নতুন প্রেমিক ললিত মোদী স্বয়ং। তারপর কেটে গিয়েছে ১২ ঘণ্টা। এখনও পর্যন্ত সুস্মিতার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি। কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন তাঁর ভাই রাজীব সেন ও ভাইয়ের স্ত্রী চারু আসোপা। প্রসঙ্গত, চারু ও রাজীবের ডিভোর্স হয়ে যাচ্ছে।
ইন্ডিয়া টুডেকে রাজীব বলেছেন, “আমি খুবই অবাক হয়েছি। এ ব্যাপারে আমি আমার দিদি সুস্মিতার সঙ্গে কথা বলব।” রাজীবের স্ত্রী চারুর সঙ্গে সুস্মিতার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তিনি এ ব্যাপারে কোনও কথাই বলতে চাননি যদিও।
১৯৯৪ সালে মিস ইউনিভার্স হয়েছেন সুস্মিতা সেন। বিয়ে করেননি। কিন্তু একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। তাঁর দুটি কন্যা সন্তানও আছে। তাঁদের তিনি দত্তক নিয়েছিলেন। ২০১৮ সালে রোহম শলের সঙ্গে সম্পর্ক তৈরি হয় সুস্মিতার। সম্পর্ক ভাঙে গত বছর। বন্ধুত্বের মিষ্টত্ব বজায় রেখেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন সুস্মিতা। অনেকেরই বক্তব্য ছিল, তা হলে কি আবার একা হয়ে গেলেন বঙ্গ সুন্দরী? নাকি তিনি নতুন কাউকে জীবনে পেয়েছেন। এতদিন চুপচাপই ছিল বিষয়টা। কিন্তু ১৪ জুলাই, সন্ধ্যায় গোটা বিশ্বকে চমকে দিয়েছে ললিত মোদীর এই দুটি টুইট।
প্রথম টুইটে ললিত লিখেছেন, “পরিবারের সঙ্গে মালদ্বীপ, সার্ডিনিয়া ঘুরে গ্লোবাল ট্যুর করে লন্ডনে ফিরেছি। আমার ‘বেটার হাফ’ সুস্মিতা সেনও রয়েছেন। নতুন শুরু হল। শেষমেশ নতুন জীবন শুরু করলাম। মনে হচ্ছে চাঁদে চলে গিয়েছি।”
ললিত মোদীর টুইট হইচই ফেলে দিয়েছে। চমকেছেন সুস্মিতার অগুনতি অনুরাগীকুল, এমনকী ক্রিকেটানুরাগীরাও। এতদিন বিয়ে করেননি যে মিস ইউনিভার্স, তাঁর বিয়ের খবর কি না এত আচমকা এল! বিশ্বাসই করতে পারছেন না অনেকে। আসলে ললিত যে লিখেছেন ‘বেটার হাফ’ কথাটা। আসলে বিবাহিত স্ত্রীকেই প্রকাশ্যে বেটার হাফ বলেন দম্পতিরা। সেই সঙ্গে পোস্ট করেছেন একাধিক ভালবাসা ও চুম্বনের স্মাইলি।
ফলে সঙ্গে-সঙ্গে দ্বিতীয় পোস্টটি করেন ললিত। সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন, “আপনাদের বোঝার জন্য এই টুইট করছি। আমরা বিয়ে করিনি। কেবল একে-অন্যকে ডেট করছি। আমাদের একদিন বিয়েটাও হয়ে যাবে।” সুস্মিতা সেন বিয়ে করবেন ললিত মোদীকে। এই খবরেও হিল্লোল তুলেছে তাঁর অনুরাগীদের মনে। দ্বিতীয় টুইটে সুস্মিতাকে বিয়ে করার স্পষ্ট আভাস দিয়েছেন ললিত।