Priyanka Chopra Jonas: এই বয়সে কন্যা মালতির এমন কাণ্ড দেখে হতবাক প্রিয়াঙ্কা, বললেন, ‘প্রথমবার বলে কথা…’
Malti Mary Chopra Jonas: মালতির সঙ্গে বসে রঙ্গোলি এঁকেছেন প্রিয়াঙ্কা। খুব সাধারণ একটি রঙ্গোলি। বোঝাই যাচ্ছে, কাঁচা হাতের কাজ। কিন্তু সেই কাঁচা হাত আর কন্যা মালতির সাদা রঙের বর্ডার আঁকা ফুলে গোলাপি রং দেওয়া রঙ্গোলির মাঝখানে একটি তেলের প্রদীপ জ্বলছে। পাশে দরজার কাঠের টুনি বল্বও জ্বলছে। সবটা দেখে আনন্দে ভরে উঠেছে মালতির জীবন।
অবাক কাণ্ড ঘটাল প্রিয়াঙ্কা চোপড়ার একরত্তি মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস। অনেকখানি বড় হয়েছে মালতি। প্রায় দেড় বছর বয়স তার। হাঁটতে-চলতে শিখেছে। কিছু কথাও বলতে পারে। আলোর উৎসব দীপাবলিতে তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়িতে প্রিয়াঙ্কা কিছু সময় কাটালেন কন্যার সঙ্গে। সেখানেই ছোট-বড় আলোতে বাড়ি আলোকিত করেছেন প্রিয়াঙ্কা। এবং তার সঙ্গে ছিল মালতিও।
View this post on Instagram
মালতির সঙ্গে বসে রঙ্গোলি এঁকেছেন প্রিয়াঙ্কা। খুব সাধারণ একটি রঙ্গোলি। বোঝাই যাচ্ছে, কাঁচা হাতের কাজ। কিন্তু সেই কাঁচা হাত আর কন্যা মালতির সাদা রঙের বর্ডার আঁকা ফুলে গোলাপি রং দেওয়া রঙ্গোলির মাঝখানে একটি তেলের প্রদীপ জ্বলছে। পাশে দরজার কাঠের টুনি বল্বও জ্বলছে। সবটা দেখে আনন্দে ভরে উঠেছে মালতির জীবন। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “প্রথম রঙ্গোলি”। সঙ্গে একটি হার্ট ইমোজি। বুঝতে বাকি নেই, এই রঙ্গোলির নির্মাতা ছোট্ট মালতিই।
বিশাল ভরদ্ধাজের একটি ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। কিছুদিন মুম্বইয়ে থাকবেন তিনি। তার উপর জানা গিয়েছে, হৃত্বিক রোশনের সঙ্গে ‘কৃষ ফোর’-এও দেখা যাবে তাঁকে। ফের বলিউডি ছবিতে পরপর কাজ করতে চলেছেন প্রিয়াঙ্কা। যদিও ফারহান আখতার পরিচালিত ‘জি লে জ়ারা’ থেকে সরে এসেছেন চিত্রনাট্য পছন্দ না হওয়ার কারণে।