Rajesh Khanna: ‘আজও জীবিত রাজেশ খান্না’, বাবার মৃত্যুবার্ষিকীতে আবেগঘন টুইঙ্কেল

Twinkle Khanna: টুইঙ্কল খান্নার স্মৃতিতে আজও রাজেশ খান্না প্রাণবন্ত, আজও জীবন্ত। মৃত্যুবার্ষিকীতে কী লিখলেন অভিনেত্রী...

Rajesh Khanna: 'আজও জীবিত রাজেশ খান্না', বাবার মৃত্যুবার্ষিকীতে আবেগঘন টুইঙ্কেল
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2022 | 4:15 PM

রাজেশ খান্না, পর্দায় যে সুপারস্টারের উপস্থিতিতে ঝড় ওঠে বক্স অফিসে, সেই স্টারকে কি এত সহজে ভুলে যাওয়া যায়! না, রাজেশ খান্না মানেই বলিউডের স্বর্ণযুগ। সুপুরুষ, দাপুটে অভিনেতা ছিলেন হাজার হাজার মহিলার স্বপ্নের প্রেমিক। বাঘা বাঘা অভিনেতাদের তুড়ি মেরে উড়িয়ে তিনি একাই রাজত্ব করতেন সিনেদুনিয়ায়। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। ভারতীয় চলচ্চিত্রের সেই কিংবদন্তী সুপারস্টার তাই আজও সকলের মনে জীবিত। জীবিত পর্দার এক একটি চরিত্র হয়ে, তিনি আজও তরুণ, অরুণের হাত ধরে। ১০ বছর কেটে গিয়েছে রাজেশ খান্না আর নেই।

ডিম্পল কাপাডিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁদের একমাত্র কন্যা সন্তান অভিনেত্রী টুইঙ্কল খান্নার স্মৃতিতে আজও রাজেশ খান্না প্রাণবন্ত, আজও জীবন্ত। সোশ্যাল মিডিয়ায় বাবার মৃত্যু বার্ষিকীতে লিখলেন টুইঙ্কেল- তিনি আজও জীবিত রয়েছেন, আমাদের সকলের হৃদয়ে। ৬০-এর দশকে শেষের দিকে বড় পর্দায় পেয়েছিল রাজেশ খান্নাকে। ছবির নাম আখরি রাত, মুক্তি পেতেই সকলের নজরে আসেন তিনি। ছবির নাম আখরি রাত, মুক্তি পেতেই সকলের নজরে আসেন তিনি। সেই বছরই এই ছবি প্রথম জায়গা করেনিয়েছিল অস্কারে। এরপর একে একে জনপ্রিয় ব্লকবাস্টার ছবি মুক্তি পেতে থাকে।

আরাধনা, কাটি পতঙ্গ, আনন্দ, অমর প্রেম, ছোটি বহু হাতি মেরে সাথী সহ আরও অনেক। জীবনের শেষ সাত বছর তিনি ক্যান্সারের সঙ্গে কঠিন লড়াই লড়েছিলেন। তারপর ১৮ জুলাই ২০১২ সালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। অক্ষয় কুমারের সঙ্গে টুইঙ্কলের যখন বিয়ে হয়, অক্ষয় জানিয়ে ছিলেন যে, তিনি ভাবতেই পারেননি এমনটা ঘটবে, ছোটবেলায় যাঁর সিনেমা দেখতেন পাঁচিলে বসে, তাঁর মেয়ে একদিন তাঁর স্ত্রী হবে। যদিও পরবর্তীতে তেমনই ঘটে, আর দীর্ঘ বৈবাহিক জীবন তাঁদের বেশ সুখের।