Jaya-Amitabh: অমিতাভ বিয়ের আগে দিয়েছিলেন শর্ত, যা মেনে বিয়ে করতে হয় জয়াকে!
Jaya-Amitabh: বিয়ের আগে অমিতাভ শর্তও দিয়েছিলেন প্রেমিকা জয়াকে। কী ছিল সেই শর্ত?

অমিতাভ বচ্চন বিয়ের আগে শর্ত দিয়েছিলেন জয়া ভাদুরিকে। ২০২৩ সালে ৫০ তম বিবাহবার্ষিকী পালন করবেন বলিউডের শক্তিশালী দম্পত্তি অমিতাভ এবং জয়া বচ্চন। ৩ জুন ১৯৭৩ সালে তাঁরা খুব ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে জয়া ভাদুরি বচ্চনের দিদিমার মুম্বইয়ের (তখন বোম্বে) বাড়িতে সাত পাকে বাঁধা পড়েছিলেন। যদিও সেই বছর তাঁদের বিয়ে করার কথা ছিল অক্টোবর মাসে। কিন্তু আগে বিয়ে করতে হয়, কারণ ‘জঞ্জির’ ছবির সাফল্য উদযাপন করতে তাঁদের বিদেশে যাওয়ার কথা ছিল। কিন্তু বিগ বি জানিয়েছিলেন তাঁর বাড়ি থেকে বিয়ের আগে একসঙ্গে ঘুরতে যাওয়া যাবে না বলা হয়েছে। তাই বিয়ে করেই যেতে হবে। জয়া তখন অমিতাভকে বলেন, তাঁর বাবার সঙ্গে কথা বলতে। বিগ বি ফোন করেন হবু শ্বশুরমশাইকে। কিন্তু জয়ার বাবা চাননি তখন বিয়ে হোক তাঁদের। তবে পরে মেনে নেন, আর ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁদের বিয়ে হয়।

জয়া-অমিতাভের বিয়ে ছবি
অমিতাভ-জয়ার নাতনি নব্যা নভেলি নন্দার পোডকাস্ট হোয়াট দ্য হেল নব্যা-তে সদ্য এসেছিলেন জয়া। সঙ্গে ছিলেন মেয়ে শ্বেতা বচ্চন নন্দা। শোয়ের বিষয় ছিল মর্ডান লাভ: রোম্যান্স অ্যান্ড রিগ্রেটস। সেখানেই জয়া ফিরে গিয়েছেন তাঁর বিয়ের সময়। জানিয়েছেন আরও অনেক কথা। বিয়ের আগে অমিতাভ শর্তও দিয়েছিলেন প্রেমিকা জয়াকে। কী ছিল সেই শর্ত? “৯-৫টার চাকরি করা বউ আমার চাই না। তুমি কাজ করতে পারেো, কিন্তু প্রতিদিন নয়। বেছে সিনেমা করতে হবে। সঠিক ব্যক্তির সঙ্গে অভিনয় করতে হবে জয়াকে”, বিগ বি এই শর্তে বিয়ে হয়, সেই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন জয়া।
বিয়ের পর অমিতাভ কেরিয়ারে উন্নতি করেছিলেন। জয়া নিজের সিনেমার কেরিয়ার থেকে পরিবারকে অগ্রাধিকার দেন। ২০১৪ সালে ইন্ডিয়া টুডের কনক্লেভে অমিতাভ বলেছিলেন, “জয়া সম্পর্কে একটি বিষয় খুবই প্রশংসীয় বলে আমি মনে করি, তা হল তিনি সিনেমা নয়, পরিবারকে অগ্রাধিকার দিয়েছিলেন বেশি। আমার তরফ থেকে কোনও বাঁধা ছিল না। বিয়ের পর সব সিদ্ধান্ত স্ত্রী-ই নেন”।
১১ নভেম্বর অমিতাভের ‘উচাইঁ’ মুক্তি পাবে। সুরজ বরজাতিয়া পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে অনুপম খের, বোমান ইরানি, নীনা গুপ্তা, সারিকা, ড্যানি ডেঞ্জাপ্পা রয়েছেন। করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহিনি’ ছবিতে অভিয়ন করছেন জয়া বচ্চন।





