SRK-Ranveer: রণবীরের নগ্নতা নিয়ে শাহরুখের ভবিষ্যদ্বাণী মিলে গেল হুবহু! হতবাক ভক্তরাও

Shah Rukh Khan: ২০১৭ সাল। করণ জোহরের এক চ্যাট শো'তে আলিয়া ভাটের সঙ্গেই আমন্ত্রিত হয়ে এসেছিলেন শাহরুখ।

SRK-Ranveer: রণবীরের নগ্নতা নিয়ে শাহরুখের ভবিষ্যদ্বাণী মিলে গেল হুবহু! হতবাক ভক্তরাও
রণবীরের নগ্নতা নিয়ে শাহরুখের ভবিষ্যদ্বাণী মিলে গেল হুবহু! হতবাক ভক্তরাও
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2022 | 9:47 AM

প্রায় বছর পাঁচেক আগে রণবীর সিংকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন কিং খান। কিন্তু তা যে আক্ষরিক অর্থেই মিলে যাবে তা বোধহয় নিজেও ধারণা করতে পারেননি কিং খান। কিন্তু বাস্তবে হল তাই। রণবীরের নগ্ন হওয়া নিয়ে মজার ছিলে ঠিক যা বলেছিলেন শাহরুখ ঘটে গেল তেমনটাই। কোথায়, কী বলেছিলেন এসআরকে?

২০১৭ সাল। করণ জোহরের এক চ্যাট শো’তে আলিয়া ভাটের সঙ্গেই আমন্ত্রিত হয়ে এসেছিলেন শাহরুখ। সেখানেই করণ মজার ছলে জিজ্ঞাসা করেন, শাহরুখের কী মনে হয়, কোন কাজের জন্য ভবিষ্যতে গ্রেফতার করা হতে পারে রণবীর সিংকে? উত্তরে শাহরুখ বলেছিলেন, “জামা পরার জন্য অথবা না পরার জন্য”। আর কাকতালীয় ভাবে পাঁচ বছর ভাবে নগ্ন ফোটোশুটের কারণেই রণবীর সিং এই মুহূর্তে ট্রেন্ডিং। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। নারীদের ভাবাবেগে আঘাতের কারণে মহিলা কমিশনেও দায়ের হয়েছে অভিযোগ। যদিও তিনি গ্রেফতার হননি তবুও জামা খোলার জন্য রণবীর আটকে আইনি জটিলতায়। শাহরুখের ওই ভিডিয়োই এখন ভাইরাল। তাজ্জব ভক্তদের একটাই কথা, “শাহরুখ কি হাত দেখতেও জানতেন”?

বিগত বেশ কিছু দিন রণবীর সিংয়ের ফটোশুট নিয়ে সোশ্যাল মিডিয়া কার্যত দুই ভাগে বিভক্ত। কেউ করছে প্রশংসা। কেউ বা আবার সমালোচনায় ভরিয়ে দিচ্ছেন অভিনেতাকে। তবে সমালোচনা চললেও রণবীরের পাশে দাঁড়িয়েছেন ফিল্ম দুনিয়ার একাধিক সেলেব। আলিয়া ভাট থেকে অর্জুন কাপুর– রণবীরের এই ফটোশুটকে প্রসংশায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। অন্যদিকে স্ত্রী দীপিকাও এই মুহূর্তে স্বামীর পাশেই। রণবীরের এই ছবিতে তিনিও রয়েছেন মজে। আর রণবীর? তিনিও রয়েছেন নিজের শর্তেই। বিতর্ক, সমালোচনা থেকে নিজেকে সরিয়ে রেখেছেন বহুদূরে।