Akshay Kumar: ‘OMG’ ছবি করার সময় আমিষ ছাড়েন অক্ষয়, কেন জানেন?

OMG: ছবির পোস্টারে আগেই প্রকাশ্যে এসেছিল এবার কোন দেবতার ভূমিকায় অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার। এই ছবির প্রথম পর্বে তাঁকে শ্রীকৃষ্ণ রূপে অভিনয় করতে দেখা যায়।

Akshay Kumar: 'OMG' ছবি করার সময় আমিষ ছাড়েন অক্ষয়, কেন জানেন?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 11:58 AM

মঙ্গলবার সকালে মুক্তি পেল OMG টু ছবির টিজার। তবে এবার আর নাস্তিক নয়, আস্তিক ব্যক্তির পাশে দাঁড়ানোর গল্প বলবেন অক্ষয় কুমার। এবারের কেন্দ্রীয় চরিত্রে মহাদেব। ছবির পোস্টারে আগেই প্রকাশ্যে এসেছিল এবার কোন দেবতার ভূমিকায় অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার। এই ছবির প্রথম পর্বে তাঁকে শ্রীকৃষ্ণ রূপে অভিনয় করতে দেখা যায়। যেখানে তিনি এক নাস্তিক ব্যক্তির মাধ্যমে সমাজের কঠিন সত্য প্রকাশ আনান চেষ্টা করেছিলেন, ‘ঈশ্বর ব্যবসার বস্তু নয়’। কাঞ্জিলাল অর্থাৎ ছবির অন্যতম প্রধান চরিত্র পরেশ রাওয়াল নাস্তিকের ভূমিকায় অভিনয় করেছিলেন। এবার অক্ষয় কুমারের সঙ্গে পর্দায় থাকছেন পঙ্কজ ত্রিপাঠী।

টিজারে প্রকাশে এল ত্রিপাঠি নিতান্তই একজন আস্তিক মানুষ। জীবনের ছোট বড় প্রতিটি সমস্যা নিয়েই তিনি ভোলে মহেশ্বরের সামনে উপস্থিত হয়ে থাকেন। আর তাকেই দর্শন দিলেন মহাদেব (অভিনয়ে অক্ষয় কুমার)। তবে কোন সমস্যার সমাধান করবেন এবার, তার স্পষ্ট ইঙ্গিত মিলল না টিজারে। এই ছবি নিয়ে বরাবরই অক্ষয় কুমার বিশেষ যত্নশীল। কারণ দুটি, প্রথমত ঈশ্বর নিয়ে কাজ করা মানেই ধর্মীয় ভাবাবেগে প্রভাব ফেলার চরম সম্ভাবনা থাকে। তা যেন কারণ মনে আঘাত না হানে, সে বিষয়ে বিশেষ নজর রাখতে হয়।

আর দ্বিতীয়ত, হল অক্ষয় কুমার ও তাঁর মায়ের সম্পর্কে সমীকরণ। এই ছবি করার সময় আক্কি ছেড়ে দিয়েছিলেন নিরামিষ খাবার। নিউজ এইটইন-এর খবর অনুযায়ী, বলিউডের বিষয় কোনদিনই অক্সয় কুমারের মা কোনও মন্তব্য করেননি। তবে ও মাই গড ছবি করার সময় তিনি তাঁর মাকে জানিয়েছিলেন, এমন একটি চরিত্রে কাজ করছেন যেখানে তাঁকে শ্রীকৃষ্ণ সাজতে হচ্ছে। অক্ষয় কুমারের মা শ্রীকৃষ্ণ ভক্ত। তিনি অক্ষয় কুমারকে সবার একটাই অনুরোধ করেছিলেন, তিনি যেন মাংস মাছ না খান। তবে থেকেই অক্ষয় কুমারের ডায়েটে জায়গা করে নিয়েছিল কেবলই নিরামিষ পদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানান অভিনেতা।