Deepika Padukone: রণবীরের বিয়েতে কি আসবেন ‘প্রাক্তন’ দীপিকা পাড়ুকোন? অভিনেত্রীর উত্তর চমকে দেবে
Ranbir Kapoor-Alia Bhatt wedding: আলিয়ার দাদু অসুস্থ। সেই কারণেই বিয়ে এগিয়ে আনা হয়েছে। দাদু আলিয়ার বিয়ে নিজে উপস্থিত থেকে দেখতে চান।
১৭ এপ্রিল রণবীর-আলিয়ার বিয়ে। শোনা যাচ্ছে, ছোটখাটো আয়োজন করা হচ্ছে বিয়েতে। কেবল পরিবারের লোকেরাই নাকি সেই বিয়েতে উপস্থিত থাকবেন। থাকবেন বলিউডের হাতে গোনা কিছু বন্ধুও। সেই তালিকায় কি রয়েছেন দীপিকা পাড়ুকোনের নাম? দীপিকা পাড়ুকোনের সঙ্গে রণবীর কাপুরের সম্পর্কের কথা সকলেই জানেন। প্রেমের সম্পর্ক ছিল তাঁদের। শোনা যায়, রণবীরের প্রতারণা দীপিকাকে তাঁর থেকে দূরে সরিয়ে দিয়েছিল। সম্পর্ক ভেঙে যায় দিপু-রণবীরের। কিন্তু তাতে কী! রণবীরের হবু স্ত্রী আলিয়া ভাটের সঙ্গে মধুর সম্পর্ক দীপিকার। আলিয়া ও দীপিকার স্বামী রণবীর সিং একসঙ্গে বহু সিনেমায় কাজও করেছেন একে-অপরের বিপরীতে, ‘গাল্লি বয়’ হোক কিংবা সাম্প্রতিক ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। তাঁরা চারজন ভাল বন্ধুও। রণবীর কাপুর না হোক, আলিয়ার কারণে কি বিয়েতে আসবেন দীপিকা? দেখুন তিনি কী বলেছেন তিনি…
দীপিকা বলেছেন, “আমার আর রণবীরের অনেকদিন কথা হয় না। আমার রিসেপশনের আগে আমাদের কথা হয়েছিল। কিন্তু তারপর আর কথা হয়নি।এটাই রণবীর। আমি ওর কোনও কাজে আর অবাক হই না। এরকমই আমাদের সম্পর্কের সৌন্দর্য। কিছু না বলেও, অনেককিছু আমরা বলে ফেলি আমরা।”
প্রসঙ্গত, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের রিসেপশনে আসার কথা ছিল রণবীর কাপুরের। কিন্তু তিনি আসেননি। এই না আসার কারণ আজও খুঁজে পাননি দীপিকা। তাঁর এই স্বভাব নতুন নয়, একথা জানিয়েছেন দীপিকা নিজেই। তাই তিনি আর অবাকও হন না।
আলিয়ার দাদু অসুস্থ। সেই কারণেই বিয়ে এগিয়ে আনা হয়েছে। দাদু আলিয়ার বিয়ে নিজে উপস্থিত থেকে দেখতে চান।
আরও পড়ুন: Alia Ranbir Wedding: কী হচ্ছে, কী হচ্ছে না… রণবীর-আলিয়ার বিয়ের হালহকিকত এক ক্লিকেই
আরও পড়ুন: EXCLUSIVE Suchitra Sen: ‘নিজেও মাধুরীর সঙ্গে মিল খুঁজে পেয়েছিলেন’, সুচিত্রা সেনের বোনঝি লগ্না ধর