Azadi ka Amrit Mahotsav: অভিনয় বা ডিরেক্টিংয়ে আগ্রহীদের দুরন্ত সুযোগ দিচ্ছে IFFI! আবেদন করার শেষ তারিখ কবে?
অভিনয়, স্ক্রিপ্ট রাইডিং. পরিচালনা, এডিটিং, সিনেমাটোগ্রাফি, সাউন্ড রেকর্ডিং, প্লেব্যাক গান, প্রোডাকশন ডিজাইনের মতো কাজে যুক্ত হতে চান? গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্য়াল অফ ইন্ডিয়ায় ও মাস্টারক্লাসে যোগ দেওয়ার দুরন্ত সুযোগের হাতছানি রয়েছে। কীভাবে আবেদন করবেন, কবে আবেদন করার শেষ তারিখ, কোথায় আবেদন করবেন, প্রয়োজনীয় কী কী তথ্য প্রদান করতে হবে, তা বিস্তারিত জানুন এখানে...
এশিয়ার সবচেয়ে পুরনো ও ভারতের সবচেয়ে বড় উত্সব হিসেবে, IFFI একটি বড় ভূমিকা গ্রহণ করে। শুধুমাত্র ভারতের সমৃদ্ধি ও ঐতিহ্যের কাহিনি উপস্থাপিত করাই নয়, তরুণ চলচ্চিত্র নির্মাতা, পরিবেশক ও পরিচালকদের একটি অন্যতম গুরুত্বপূ্ণ প্ল্যাটফর্ম প্রদান করে। দেশি-বিদেশি চলচ্চিত্র উত্সাহীদের সঙ্গে যোগাযোগ ও সাংস্কৃতিরক বিনিময় করার বিরাট সুযোগ রয়েছে এই মঞ্চেই। ৭৫তম স্বাধীনতার স্মরণে, IFFI এক বৃহত্তর লক্ষ্য তৈরি করেছে। যেখানে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের উল্লেখ রয়েছে সবার শীর্ষে।
সৃজনশীল তরুণ প্রজন্মকে উত্সাহিত করতে ও স্বীকৃতি দিতে নয়া পদক্ষেপ নিয়েছে IFFI। দেশের মননশীল, উদীয়মান প্রতিভাদের সুযোগ দিতে একটি মাস্টারক্লাসের ব্যবস্থা করেছে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়া। যেখানে দেশের তরুণ পরিচালকরা এই ক্লাসে যোগ দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। ৫২তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে এই অসাধারণ ও দুরন্ত ক্লাসে মোট ৭৫ জন সৃজনশীল তরুণ যোগ দিতে পারবেন। যেখানে বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বদের দ্বারা গঠিত কমিটি ওই ৭৫জনকে নির্বাচন করবেন। উত্সবে যোগ দেওয়া ও মাস্টারক্লাসের সুযোগের জন্য দরকার কয়েকটি জরুরি যোগ্যতা, সেগুলি একবার একঝলকে দেখে নিন…
– আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। – আবেদনকারীকে কমপক্ষে দুটি শর্ট ফিল্ম/অডিয়ো (ফিচার/নন ফিচার)প্রদর্শন করতে হবে। – জমা দেওয়া ভিডিয়ো বা অডিয়ো বা প্রতিনিধিত্বমূলক কাজের সময়কাল বিশেষভাবে হওয়া উচিত। – ৫ মিনিটের কম ও ক্রেডিট-সহ ১০ মিনিটের বেশি নয়। – চলচ্চিত্রগুলি তাঁদের মূল ভাষায় হতে পারে, তবে অবশ্যই ইংরেজিতে সাবটাইটেল দেওয়া দরকার। – প্রার্থীর জন্য অনুমোদিত চলচ্চিত্রগুলি পয়লা অক্টোবরের আগে কিন্তু ৩ বছরের বেশি পুরনো হলে চলবে না। – পয়লা অক্টোবর পর্যন্ত প্রার্থীর বয়স ৩৫ বছরে বেশি হলে চলবে না।
?️'75 ???????? ????? ?? ????????'
Are you into Direction, Editing, Cinematography, Sound Recording, Acting,Playback Singing, Production Design or Scriptwriting?
A unique opportunity to participate @IFFIGoa & attend masterclasses??https://t.co/zvW9gKnwWd pic.twitter.com/w644GZz0vH
— Anurag Thakur (@ianuragthakur) October 29, 2021
কীভাবে অ্যাপ্লাই করবেন
– ১ নভেম্বরের মধ্যরাতের (১২টা) আগে পর্যন্ত ফর্ম পূরণ করে ও স্ক্যান করে আবেদনপত্র জমা দিতে হবে।
– কোথায় পাঠাবেন?india75.iffi@gmail.com- এই অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে আবেদনকারীকে।
– কোথায় ফর্ম পাবেন? www.dff.gov.in ও www.iffigoa.org ওয়েবসাইটে গেলেই ফর্মটি পেয়ে যাবেন।
প্রতিটি আবেদনকারীর সঙ্গে কী কী থাকতেই হবে
– চলচ্চিত্র সংক্রান্ত যাবতীয় স্কিল, নির্দিষ্ট কার্যকরী লিংক – সরকার অনুমোদীত পরিচয়পত্র বা ঠিকানার প্রমাণপত্র – পূর্ণ এবং স্বাক্ষরিত ঘোষণাপত্র – সুপারিশ করার একটি চিঠি – পাঁচ মিনিটের মধ্যে প্রতিনিধিত্বমূলক কাজ/শোরেল করার কর্মদক্ষতা – আবেদন করার শেষ তারিখ হল ১ নভেম্বরের শেষ রাত পর্যন্ত। মানে ১২টা পর্যন্ত। এর পর আবেদনপত্র জমা পড়লে তা বাতিলের তালিকায় জায়গা পাবে।
এই বিষয়ে যেকোনও প্রশ্নের জন্য মেল করতে পারেন এখানে, india75.iffi@gmail.com
প্রার্থী নির্বাচন করা হবে কীভাবে
১, দেশের চলচ্চিত্র জগতের বিশিষ্টদের দ্বারা গঠিত জুরি সদস্যদের মাধ্যমেই বাছাই করা হবে আবেদনকারীদের।
২. প্রাথমিক এন্ট্রি হিসেবে কমিটি প্রথম ১৫০জনকে বাছাই করবে। তারপর সেরা ৭৫জন সৃজনশীলকে নির্বাচিত করা হবে।
৩. এই উদ্যোগটির নাম রাখা হয়েছে, ’75 creative Minds of Tomorrow’
৪. কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত ও বাধ্যতামূলক করা হবে। তাঁদের সিদ্ধান্তের উপর কোনও আপিল বা চিঠিপত্র দেওয়া যাবে না।
৫. ’75 creative Minds of Tomorrow-র নির্বাচিত সদস্যরা ৫২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগদানের জন্য গোয়ায় আমন্ত্রিত হবেন। এছাড়া মাস্টারক্লাস বা ইন-কনভারসেশন সেশনেও অংশগ্রহণ করতে পারবেন।
৬. প্রতিটি নির্বাচিত প্রার্থীর ট্রাভেল ও থাকার ব্যবস্থার দায়িত্ব বহন করবে IFFI।
আরও পড়ুন: Azadi Ka Amrit Mahotsav: কৃষি থেকে শুরু করে বিভিন্ন খাতে স্বাধীন ভারতের সাফল্যের যাত্রা!