Azadi Ka Amrit Mahotsav: আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচির অধীনে জম্মু ও কাশ্মীরের সরকারি ভবনগুলির নামকরণ করা হবে দেশের শহীদদের নামে

আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচির অধীনে গ্রহণ করা হল নতুন উদ্যোগ। জম্মু ও কাশ্মীরের সরকারি ভবনগুলির নামকরণ করা হবে দেশের জন্য শহীদ হওয়া সৈন্য এবং বিশিষ্ট ব্যক্তিদের নামে। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর প্রশাসন এটি অনুমোদন করেছে।

Azadi Ka Amrit Mahotsav: আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচির অধীনে জম্মু ও কাশ্মীরের সরকারি ভবনগুলির নামকরণ করা হবে দেশের শহীদদের নামে
আজাদি কা অমৃত মহোৎসব
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2021 | 7:20 PM

আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচির অধীনে গ্রহণ করা হল নতুন উদ্যোগ। জম্মু ও কাশ্মীরের সরকারি ভবনগুলির নামকরণ করা হবে দেশের জন্য শহীদ হওয়া সৈন্য এবং বিশিষ্ট ব্যক্তিদের নামে। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর প্রশাসন এটি অনুমোদন করেছে। এটি হবে দেশের স্বাধীনতা দিবসের অমৃত উৎসব কর্মসূচির অংশ। এই বিষয়ে একজন মুখপাত্র বলেছেন, “লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সভাপতিত্বে, প্রশাসনিক পরিষদ শহীদ এবং বিশিষ্ট ব্যক্তিদের নামে স্কুল, রাস্তা এবং ভবনের নামকরণের অনুমোদন দিয়েছে।” এটি ‘ফ্রিডম নেক্টার ফেস্টিভ্যাল’ উদ্যোগের অংশ।

এই প্রশাসনিক পরিষদ বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নরের উপদেষ্টা ফারুক খান এবং রাজীব রাই ভাটনগর, জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব অরুণ কুমার মেহতা এবং ডেপুটি গভর্নরের প্রিন্সিপাল সেক্রেটারি নীতিশ্বর কুমার। বৃহস্পতিবার এই কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার জানিয়েছে, যাঁরা কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়নে অমূল্য অবদান রেখেছেন, যাঁরা জাতির জন্য আত্মত্যাগ করেছেন তাঁদের সম্মানে, তাঁদের নামে সেই সমস্ত সরকারি ভবনের নামকরণ করা হবে যেগুলি মানুষের সুবিধার্থে‌ কাজ করে।

সরকারি ভবনের নামকরণের এই তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন প্রয়াত সহকারী সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আকবর, যিনি ২০১৪ সালে মোহরায় উরির সেনা ক্যাম্পে প্রাণ হারান। এছাড়াও এই তালিকায় নাম রয়েছে, ২০০৯ সালে কুপওয়ারায় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযানে নিহত প্যারাট্রুপার শাবির আহমাদ মালিকেরও। এছাড়াও সরকারি ভবনের নামকরণের এই তালিকায় নাম রয়েছে জম্মু ও কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি বিভাগের নায়েব সুবেদার চুনি লালের, যিনি ২০০৭ সালের ২৪ জুন কুপওয়ারা জেলায় বিদ্রোহ বিরোধী অভিযানে নিহত হন।

আজাদি কা অমৃত মহোৎসব ভারত সরকারের একটি বড় পদক্ষেপ। এই উৎসবটি ভারতের জনগণকে উৎসর্গ করা হয়েছে, যাঁরা শুধুমাত্র ভারতকে উন্নয়নের মূল যাত্রায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শুধু তাই নয়, ভারত ২.০ -এর এই স্বপ্নকে সত্যি করতে প্রধানমন্ত্রী মোদীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বনির্ভর ভারতের চেতনায় তিনি মানুষকে অনুপ্রাণিত করেছেন। আজাদি কা অমৃত মহোৎসব ভারতের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিচয়ের সঙ্গে সম্পর্কিত। “আজাদি কা অমৃত মহোৎসব” এর আনুষ্ঠানিক যাত্রা ১২ মার্চ, ২০২১ -এ শুরু হয়েছে এবং এটি ১৫ আগস্ট, ২০২৩ -তে শেষ হবে।

আরও পড়ুন: কৃষি থেকে শুরু করে বিভিন্ন খাতে স্বাধীন ভারতের সাফল্যের যাত্রা!

আরও পড়ুন: সকালেই টুইট করেছিলেন, আচমকা হৃদরোগ, ৪৬-এ প্রয়াত ‘পাওয়ারস্টার’ পুনীত রাজকুমার

আরও পড়ুন: দু’বছরের সম্পর্কের পর ছাড়াছাড়ি জায়েন-গিগির; মেয়ে খাইকে একসঙ্গে মানুষ করবেন তাঁরা