Arijit Singh: সব দোষ নিজের কাঁধে নিয়ে কলকাতাবাসীর কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ
Arijit Singh: তাঁর কাজ ছিল গান গাওয়া, গান তিনি গেয়েওছিলেন। সকলে বেশ উপভোগও করেছিল। ব্যস, ল্যাটা চুকে যেত এতেই। তবে না, অরিজিৎ সিং সে পথে হাঁটলেন না।
তাঁর কাজ ছিল গান গাওয়া, গান তিনি গেয়েওছিলেন। সকলে বেশ উপভোগও করেছিল। ব্যস, ল্যাটা চুকে যেত এতেই। তবে না, অরিজিৎ সিং সে পথে হাঁটলেন না। কলকাতার মেগা কনসার্টের দিন তিনেক পর শহরবাসীর কাছে ক্ষমা চাইলেন তিনি। ক্ষমা চাইলেন এমন কিছু কারণের জন্য যার দায়ভার তাঁর উপর বর্তায় না। শনিবার অরিজিতের কনসার্ট আয়োজিত হয়েছিল কলকাতার অ্যাকোয়াটিকার। ভিড় সামাল দেওয়ার জন্য প্রায় এক কিলোমিটার দূরে ব্যবস্থা করা হয়েছিল গাড়ি পার্কিংয়ের। আয়োজকদের তরফে জানানো হয়েছিল দর্শকদের জন্য ব্যবস্থা করা হবে টোটোর। কিন্তু অনুষ্ঠানে হাজির হয়ে চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হয় দর্শকদের একটা বড় অংশের। যে পরিমাণ দর্শক হাজির ছিলেন সেই পরিমাণ টোটো ছিল না মোটেও। অরিজিৎ লেখেন, “কলকাতা, আমি দুঃখিত এক কিলোমিটার হেঁটে তোমাদের কনসার্টে আসতে হয়েছে। কারণ পর্যাপ্ত টোটো মজুত ছিল না। আমি দুঃখিত অস্বাস্থ্যকর পরিবেশ ও মশার কামড় সহ্য করতে হয়েছে তোমাদের”
এখানেই থামেননি তিনি। আরও লেখেন, “আমি দুঃখিত কিছু স্বেচ্ছাসেবক তোমাদের অনেকের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমি দুঃখিত অনেকেই সময় মতো ওই ‘হ্যান্ডব্যান্ড’-এর কারণে ভিতরে আসতে পারনি। তা সত্ত্বেও তোমরা আমায় ভালবাসা দিয়েছ, আমি ভাষাহীন। আমার হৃদয়জোড়া ভালবাসা। আমি চেষ্টা করব পরের বার এর থেকেও ভাল অভিজ্ঞতা যাতে তোমাদের দিতে পারি। সবাই খুব ভাল থেকো।”
ওই দিন শো-য়ের পর দর্শকের তরফে আয়োজকদের তরফে একাধিক অভিযোগ এসেছিল। অরিজিৎ তাঁর পোস্টে সেই সব কয়টি অসুবিধের কথাই উল্লেখ করেছেন। আয়োজকদের ভুলকে চোখে আঙুল দিয়ে তুলে ধরে ভালবাসা জানিয়েছেন দর্শকদের। আর তাতেই মন জিতে নিয়েছেন শহরবাসীর। তাঁর সাধারণ জীবনযাপনে এমনিতেই তিনি ঘরের ছেলে। এরই পাশাপাশি দর্শকদের জন্য তাঁর এই খেয়াল রাখায় মুগ্ধ কলকাতা বাসী। ওই পোস্টের নীচে মন্তব্য, “এভাবে ভাবতে কাউকে কোনওদিন দেখিনি। এই জন্যই তুমি অরিজিৎ। সবার থেকে খানিক আলাদাই।”