Akshay Kumar World Record: পৃথিবীর কোনও অভিনেতা যা পারেননি তা করে দেখালেন অক্ষয়, গড়লেন বিশ্ব রেকর্ড
Akshay kumar: ছবির প্রচারে নেমে বিশ্ব রেকর্ড গড়লেন অক্ষয় কুমার! এও সম্ভব!
একের পর এক ফ্লপের ধাক্কার মাঝেও ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন বলিউডের একদা অ্যাকশন স্টার অক্ষয় কুমার। কেরিয়ারের শুরু থেকেই একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। তবে কোথাও গিয়ে যেন অক্ষয় কুমারকে নিয়ে দিন দিন দর্শকদের মনে বেশ চিন্তা উঁকি দিচ্ছে। কারণ একের পর এক ফ্লপ ছবি গত এক বছরে আক্কির ঝুলিতে। তাই নতুন বছরে কোনও রকমের খামতি রাখতে নারাজ তিনি। ফলে কোমর বেঁধে অক্ষয় কুমার নেমে পড়েছেন তাঁর আগামী ছবি ‘সেলফি’ ঘিরে দর্শকদের মনে উত্তজেনার পারদ তুঙ্গে তুলতে।
তাই গত এক মাস ধরেই পুরোদমে চলছে ‘সেলফি’ ছবি প্রমোশন। এই প্রথম অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে ইমরান হাসমিকে। ছবির টিজার মুক্তি পেয়েছিল এক বছর আগেই, এবার ছবি মুক্তির পালা। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ছবির প্রতিটা খবরের মাঝে এবার জায়গা করে নিল বিশ্ব রেকর্ডের তকমা! অবাক কাণ্ড হলেও এটাই সত্যি, এবার সেলফি তুলে বিশ্ব রেকর্ড করলেন অক্ষয় কুমার। ৩ মিনিটে ১৮৪ টি সেলফি তুলেছেন তিনি! সেই ভিডিয়ো মুহূর্তের ভাইরাল। অভিনেতা নাম লেখালেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে।
The #Selfiee craze goes GLOBAL as @akshaykumar breaks the #GuinnessWorldRecord for Most Selfies in 3 minutes – clicking 184 selfies with his super-fans and creating a new world record! Now that’s what you call a superstar!???
Selfiee in cinemas, this Friday. pic.twitter.com/9wvGuaDTiA
— Dharma Productions (@DharmaMovies) February 22, 2023
সেলফি তোলার মুহূর্তের সেই ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সকলের হাতে হাতে ঘুরছে। অক্ষয় কুমারকে এমনই অনেক মজার কান্ড ছবির প্রমোশনে ঘটাতে দেখা গিয়েছে অতীতে, তবে এবার যে বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন অভিনেতা, তা ভেবেছিল কতজন! এই খবরের জেরে অক্ষয় কুমার এখন সোশ্যাল মিডিয়ায় চর্চিত নাম। এই রেকর্ড যে ছবি প্রমোশনের ক্ষেত্রে আরও এক বড় মাইলেজ তা বলার অপেক্ষা রাখে না। এক পুলিশ অফিসার ও তার প্রিয় স্টারের গল্প এই ছবিতে দেখা যাবে, যেখানে পুলিশ অফিসার তার ক্ষমতা বেলে ছেলের সঙ্গে প্রিয় স্টারের সেলফি তোলাতে মরিয়া হয়ে ওঠেন, আর তা ঘিরেই শুরু হয় সেলেব ও পুলিশের মাঝে বচসা। গল্প ঘুরে যায় সেখান থেকেই। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এখন দেখার নতুন বছরে এই ছবি অক্ষয় কুমারের ভাগ্য ফেরাতে পারে কি না!