Arijit Singh: ইকোপার্ক বাতিল হলেও অনুষ্ঠান হবেই, অরিজিৎ-ভক্তদের জন্য সুখবর

Arijit Singh: ১৪ ফেব্রুয়ারি ইকো পার্কে বাতিল হয়েছে গায়ক অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কনসার্ট। কারণ ভিড় নিয়ন্ত্রণ করতেই এই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত বিধাননগর পুলিশ কমিশনারেট।

Arijit Singh: ইকোপার্ক বাতিল হলেও অনুষ্ঠান হবেই, অরিজিৎ-ভক্তদের জন্য সুখবর
অরিজিৎ-ভক্তদের জন্য ভাল খবর
Follow Us:
| Edited By: | Updated on: Dec 29, 2022 | 7:57 PM

১৪ ফেব্রুয়ারি ইকো পার্কে বাতিল হয়েছে গায়ক অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কনসার্ট। কারণ ভিড় নিয়ন্ত্রণ করতেই এই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত বিধাননগর পুলিশ কমিশনারেট। বুধবার এমনই তথ্য দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)… তবে অরিজিৎ ভক্তরা নিরাশ হবেন না। অনুষ্ঠানের জায়গা বাতিল হলেও অনুষ্ঠান হচ্ছেই। বৃহস্পতিবারই এক ই-মেলের তরফে এই বার্তাই দিয়েছে আয়োজক সংস্থা। যে বা যারা অরিজিতের ওই অনুষ্ঠানের টিকিট ইতিমধ্যেই কেটে ফেলেছিলেন, তাঁদের কাছে পৌঁছেছে এক ই-মেল। সেখানে লেখা হয়েছে, “কিছু অসুবিধের জন্য অনুষ্ঠানের জায়গা পরিবর্তিত হয়েছে। নতুন জায়গার ঘোষণা খুব শীঘ্রই করা হবে। যে মুহূর্তে নতুন জায়গার নাম আমরা স্থির করব, আপনার কাছেই প্রথম সেই খবর পৌঁছবে। এই অপ্রীতিকর পরিস্থিতির জন্য আমরা দুঃখিত। খুব শীঘ্রই এক সঙ্গীতময় সন্ধেতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।– টিম পেটিএম ইনসাইডার।” অরিজিতের শো-নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপির একটা বড় অংশের অভিযোগ, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে অরিজিতের ‘গেরুয়া’ কাণ্ডই এই শো’র জায়গা বাতিলের নেপথ্যে।

ঠিক কী ঘটেছিল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে? অরিজিৎকে মঞ্চে বরণ করে নিয়েছিলেন অভিনেত্রী তথা বিধায়ক জুন মালিয়া। মঞ্চে উঠে অরিজিৎ বলেন, “আমরা সবাই ছবি দেখতে ভালবাসি। কোভিডের পরে আবারও একটা বিষয় নিয়ে উৎসাহ তৈরি হল। এমন একটা জায়গা যেখানে ছবি নিয়ে বিনোদনও হয়, দেশের কথা জানতে পারি, শিক্ষাও বাড়ে। সবাইকে আমার প্রণাম”। এরপরেই দেখা যায় অরিজিতের উদ্দেশে একটি গান গাওয়ার জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। অরিজিৎও নিরাশ করেননি। তিনি বলেন, “একটা গান গেয়ে দিই, তাহলে ল্যাটা চুকে যাবে।” এরপরেই গান ধরেন তিনি। রাজ চক্রবর্তীর পরিচালিত ‘বোঝে না সে বোঝে না’ ছবির টাইটেল ট্র্যাকটি গাইতে শোনা যায় তাঁকে। গোটা স্টেডিয়াম তখন হাততালিতে ফেটে পড়েছে। তবে চমকের বাকি ছিল আরও। এরপরেই শাহরুখকে নিবেদন করে অরিজিৎ ধরেন সেই জনপ্রিয় গান,”রঙ দে তু মোহে গেরুয়া”। গেরুয়া শিবিরের অভিযোগ মুখ্যমন্ত্রীর সামনে গেরুয়া গানেই তিনি শাসকদলের রোষের মুখে।

এই ইস্যুতে মন্তব্য করেছেন বিজেপি সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও। বিজেপি নেতা বলেন, “সব শো নয়, বেছে-বেছে অনুষ্ঠান বাতিল করা হচ্ছে।তৃণমূলের সঙ্গে না থাকলে করে খাওয়া বন্ধ হয়ে যাবে। শুধু অরিজিৎ সিং নয়, যারা তৃণমূলের সঙ্গে নেই প্রত্যেকের শো বাতিল করে দেওয়া হচ্ছে। এভাবেই বাংলার শিল্প সংস্কৃতিকে ধ্বংস করেছে তৃণমূল।” মুখ খুলেছেন বিজেপি নেতা অমিত মালব্যও। টুইটে তিনি লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে মঞ্চে দাঁড়িয়েই ‘রঙ দে তু মোহে গেরুয়া’ গেয়েছিলেন অরিজিৎ। আর এর পরেই তাঁর শো ইকোপার্কে বাতিক করল হিডকো। হিডকো তো সরকারের।” একদিকে যখন তুঙ্গে রাজনৈতিক তরজা, তখন মুখে কুলুপ এঁটেছেন অরিজিৎ নিজেই। তাঁর শো-র নতুন জায়গা কি অ্যাকোয়াটিকা? জানা যাবে কয়েক দিনের মধ্যেই।