Bappi Lahiri Death: ‘সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, চেষ্টা করেছিলাম, কিন্তু…’, মুখ খুললেন চিকিৎসক

বাপ্পি লাহিড়ির অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। বাংলার ছেলে বাপ্পি মুম্বইয়ে গিয়ে তৈরি করেছিলেন নিজের স্বতন্ত্র পরিচয়। আপন করে নিয়েছিলেন পরদেশের মানুষগুলোকে।

Bappi Lahiri Death: 'সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, চেষ্টা করেছিলাম, কিন্তু...', মুখ খুললেন চিকিৎসক
রেখে গেলেন একঝাঁক স্মৃতি।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 18, 2022 | 7:21 PM

মৃত্যুর শোক এখন কাটেনি। হঠাৎ করেই বাপ্পি লাহিড়ীর মৃত্যু যেন থমকে দিয়েছে গোটা সঙ্গীতজগৎকে। কী হয়েছিল শেষে দিন টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ খুললেন তাঁর চিকিৎসক দীপক নমযোশি। তিনি জানিয়েছেন, যে সময় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয় সে সময় বাপ্পি লাহিড়ীর অবস্থাআ বেশ আশঙ্কাজনক।

কোভিড পরবর্তী জটিলতার কারণেই কি মৃত্যু কিংবদন্তীর?

চিকিৎসক জানিয়েছেন ‘না’। গত বছর এপ্রিলের তিনি কোভিডে আক্রান্ত হন। কিন্তু তাঁর যা হয়েছিল তাঁকে কোভিড পরবর্তী জটিলতা কোনও ভাবেই বলা চলে না । তিনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। আর ফুসফুসে যে সমস্যা দেখাঁ গিয়েছিল তা অতিরিক্ত ওজনের কারণে।

তাঁর গলার স্বর বদলে গিয়েছিল

তাঁর ঘনিষ্ঠ মহল জানাচ্ছে গলার স্বর বদলে গিয়েছিল বাপ্পি লাহিড়ীর। চিকিৎসক জানাচ্ছেন, বাইপাস মেশিন ব্যভারের ফলে এমনটা হয়েছিল। দীর্ঘদিন ওই মেশিনের সহায়তায় থাকলে গলার মধ্যে এক ধরনের শুষ্কতার সৃষ্টি হয় যা স্বরযন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে।

লিভার ও কিডনিরও কি সমস্যা ছিল গায়কের?

চিকিৎসক জানিয়েছেন, উল্লেখযোগ্য কোনও সমস্যা ছিল না তাঁর। কিন্তু স্লিপ অ্যাপনিয়ার কারণে হঠাৎ করেই কোনও একটি অঙ্গের উপর ঘনিয়ে আসতে পারে বিপদ। যা শরীরে কার্বনডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি করে রক্তের নানা পরিবর্তন নিয়ে আসতে পারে।

হাসপাতালের দিনগুলি

হাসপাতালেও চিকিৎসককে গান শোনাতেন বাপ্পি লাহিড়ী। জানিয়েওছিলেন ‘মুম্বই সে আয়া মেরে দোস্ত’ শোনাবেন সেরে উঠলে। কিন্তু তা আর হল না। চলে গেলেন বাপ্পি। রেখে গেলেন একঝাঁক স্মৃতি।

বাপ্পি লাহিড়ির অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। বাংলার ছেলে বাপ্পি মুম্বইয়ে গিয়ে তৈরি করেছিলেন নিজের স্বতন্ত্র পরিচয়। আপন করে নিয়েছিলেন পরদেশের মানুষগুলোকে। কিন্তু যতই যাই হোক। বাংলা ছিল তাঁর অন্তরে। মনেপ্রাণে বাঙালি ছিলেন বাপ্পি। খেতে ভালবাসতেন মাছ। তাঁর সাজপোশাকে ছিল চমক। সোনার গয়না পরতেন। তৈরি করেছিলেন স্টাইল স্টেটমেন্ট। তাঁর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে গোটা বলিউড, গোটা দেশ এবং অবশ্যই বাংলা।

আরও পড়ুন: Oscars 2022: করোনা টিকা নেওয়ার প্রমাণ কিংবা নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে আমন্ত্রিতদের

আরও পড়ুন: Bachchan Pandey Trailer: কোটর থেকে পাথরের চোখ বের করল অক্ষয়, তারপর কী হল?

আরও পড়ুন: Bharti Singh: অন্তঃসত্ত্বা ভারতী, এ সময় কোন খাবার খেতে সবচেয়ে ভাল লাগছে তাঁর