Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Emmys 2021: টেড লাসো থেকে শুরু করে দ্য ক্রাউন, এক নজরে দেখে নিন এবছরের এমি অ্যাওয়ার্ড জয়ীদের তালিকা…

এবারের এমিতে ‘মেয়ার অফ ইস্টটাউন’ ভূয়সী প্রশংসা পেয়েছে। এই ক্রাইম ড্রামা মিনি সিরিজে কেট উইন্সলেটের অনবদ্য অভিনয় তাঁকে মিনি সিরিজের সেরা অভিনেত্রী বিভাগের পুরস্কার এনে দেয়।

Emmys 2021: টেড লাসো থেকে শুরু করে দ্য ক্রাউন, এক নজরে দেখে নিন এবছরের এমি অ্যাওয়ার্ড জয়ীদের তালিকা...
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2021 | 12:17 PM

টেলিভিশন বা ওয়েব সিরিজের শ্রেষ্ঠকে বেছে নেওয়ার জন্য দেওয়া হয় এমি অ্যাওয়ার্ডস। গত বছর ভার্চুয়ালি দেওয়া হয়েছিল এই অ্যাওয়ার্ড। কিন্তু সেখানে এমির জাঁকজমকপূর্ণ আমেজটাই ছিল না। এবছর  প্যান্ডেমিকের স্রোত নিম্নমুখী দেখেই আবার আড়ম্বর করে এমি অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হল। সেড্রিক দ্য এন্টারটেইনার আয়োজিত এই অনুষ্ঠানটি এলএ লাইভের ইভেন্ট ডেকে অনুষ্ঠিত হয়েছে। প্যান্ডেমিকের কারণে এবছর অনুষ্ঠানটি ইন্ডোর-আউটডোর স্থানে আয়োজন করা হয়েছিল। সমস্ত বাধা নিষেধ মানার পাশাপাশি, এই শোতে টিকার প্রমাণপত্র দেখানোর কথাও উল্লেখ করা হয়েছিল।

এখানে এমি অ্যাওয়ার্ডস ২০২১ -এর মূল বিভাগে বিজয়ীদের একটি তালিকা দেওয়া হল:

Emmy Winners List

এমি ২০২১, বিজয়ীদের তালিকা

  • সেরা ড্রামা সিরিজদ্য ক্রাউন
  • সেরা কমিডি সিরিজ টেড লাসো
  • সেরা মিনি সিরিজদ্য কুইন্স গ্যাম্বিট
  • সেরা অভিনেতা (কমেডি)জেসন সুদেকিস, টেড লাসো
  • সেরা অভিনেত্রী (কমেডি)জিন স্মার্ট, হ্যাকস
  • সেরা অভিনেত্রী (ড্রামা)অলিভিয়া কলম্যান, দ্য ক্রাউন
  • সেরা অভিনেতা (ড্রামা)জোশ ও’কনর, দ্য ক্রাউন
  • সেরা সাপোর্টিং অ্যাক্ট্রেস (ড্রামা)গিলিয়ান অ্যান্ডারসন, দ্য ক্রাউন
  • সেরা সাপোর্টিং অ্যাক্টর (ড্রামা)টোবিয়াস মেনজিস, দ্য ক্রাউন
  • সেরা সাপোর্টিং অ্যাক্টর (কমেডি)ব্রেট গোল্ডস্টেইন, টেড লাসো
  • সেরা সাপোর্টিং অ্যাক্ট্রেস (কমেডি)হান্না ওয়েডিংহাম, টেড লাসো
  • সেরা অভিনেত্রী (মিনি সিরিজ)কেট উইন্সলেট, মেয়ার অফ ইস্টটাউন
  • সেরা অভিনেতা (মিনি সিরিজ)ইভান ম্যাকগ্রেগর, হ্যালস্টন
  • সেরা সাপোর্টিং অ্যাক্ট্রেস (মিনি সিরিজ)জুলিয়ান নিকলসন, মেয়ার অফ ইস্টটাউন
  • সেরা সাপোর্টিং অ্যাক্টর (মিনি সিরিজ) ইভান পিটার্স, মেয়ার অফ ইস্টটাউন
  • সেরা পরিচালক (কমেডি)লুসিয়া অ্যানিয়েলো, হ্যাকস
  • সেরা পরিচালক (ড্রামা)জেসিকা হবস, দ্য ক্রাউন
  • সেরা পরিচালক (মিনি সিরিজ)স্কট ফ্র্যাঙ্ক, দ্য কুইন্স গ্যাম্বিট

এবারের এমিতে ‘মেয়ার অফ ইস্টটাউন’ ভূয়সী প্রশংসা পেয়েছে। এই ক্রাইম ড্রামা মিনি সিরিজে কেট উইন্সলেটের অনবদ্য অভিনয় তাঁকে মিনি সিরিজের সেরা অভিনেত্রী বিভাগের পুরস্কার এনে দেয়। পাশপাশি ‘টেড লাসো’ নিজের বিভাগে প্রায় সমস্ত ক্যাটাগোরিতেই শ্রেষ্ঠ সম্মান পেয়েছে।

আরও পড়ুন: শীর্ষেন্দু থেকে রাস্কিন বন্ড, ‘২১-এ সাহিত্যে সেরার শিরোপা পেলেন যাঁরা…

আরও পড়ুন: ১০৫ থেকে ৬৫ কিলো, কী ভাবে নিজের ওজন কমালেন রেমোর স্ত্রী?