Naga Chaitanya: ‘…আর কিছু যায় আসে না’, নাগা বললেন শেষমেশ
Naga Chaitanya on Rumours: ২০০৯ সালে অভিনয় জগতে পা রেখেছিলেন নাগার্জুনের বড় ছেলে নাগা চৈতন্য। তারপর সামান্থার সঙ্গে শুরু হয় তাঁর প্রেম পর্ব। অনেকগুলো বছর একসঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকার পর ২০১৭ সালে গোয়ায় হিন্দু এবং খ্রিস্টান দুটি মতেই বিবাহ সম্পন্ন হয় এই দুই তারকার। তাঁদের দু'জনকে জুটিতে দেখতেই বেশি পছন্দ করতেন অনুরাগীরা। ফলে ২০২১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে যখন, বিষয়টিকে খুব ভালোভাবে নেননি তাঁদের অনুরাগীরা।

“একটা সময়ের পর আমার আর কিছু যায় আসে না”, হঠাৎ কেন বললেন সুপারস্টার নাগা চৈতন্য। তাঁর সঙ্গে তাঁর প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর বিবাহবিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি। নিত্যদিন তাঁদের সম্পর্কের কথা, সম্পর্কের ভাঙনের কথা খবরের শিরোনাম দখল করে নিয়েছিল। এ ধরনের বিষয় মানুষকে বিচলিত করে। অভিনেতাদের করে আরও অনেক বেশি মাত্রায়। কারণ তাঁরা স্পর্শকাতর মানুষ। এক সাক্ষাৎকারে জীবন এবং কাজ নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে নাগা জানিয়েছেন এমন কথাই।
নাগা বলেছিলেন, “আমার এবং সামান্থার সম্পর্ক নিয়ে কম কথা হয়নি। আলোচনা যখন তীব্রতর হচ্ছিল, আমি অনেক দূরে সরে এসেছিলাম। আমাকে নিয়ে যখন খুব আলোচনা হয়, বিষয়টা আমাকে প্রভাবিত করা বন্ধ করে দেয়। বিষয়টাকে ভাল বলতে পারেন, আমার খারাপও।
২০০৯ সালে অভিনয় জগতে পা রেখেছিলেন নাগার্জুনের বড় ছেলে নাগা চৈতন্য। তারপর সামান্থার সঙ্গে শুরু হয় তাঁর প্রেম পর্ব। অনেকগুলো বছর একসঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকার পর ২০১৭ সালে গোয়ায় হিন্দু এবং খ্রিস্টান দুটি মতেই বিবাহ সম্পন্ন হয় এই দুই তারকার। তাঁদের দু’জনকে জুটিতে দেখতেই বেশি পছন্দ করতেন অনুরাগীরা। ফলে ২০২১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে যখন, বিষয়টিকে খুব ভালোভাবে নেননি তাঁদের অনুরাগীরা। নাগা-সামান্থাকে আলাদা হতে একেবারেই দেখতে চাননি তাঁরা। যদিও বিবাহবিচ্ছেদ ঘটার পর নাগার চেয়েও বেশি ট্রোল্ড হয়েছিলেন সামান্থা। এদিকে নাগার সঙ্গে সম্পর্কের গুজব ছড়িয়েছে অভিনেত্রী শোভিতা ধুলিপালার।
বর্তমানে সামান্থা তাঁর পেশীর ব্যথার চিকিৎসা নিয়ে ব্যস্ত। কাজেও যুক্ত হয়েছেন। অন্যদিকে নাগাও একের পর-এক ছবিতে অভিনয় করে চলেছেন। দুই তারকারই বলিউডে অভিষেক ঘটে গিয়েছে।





