Naga Chaitanya: ‘সেলিব্রিটি হলেই সব প্রশ্নের উত্তর দিতে হবে?’, কোন প্রসঙ্গে প্রশ্ন নাগার

Naga Chaitanya: এই মুহূর্তে নাগা ব্যস্ত তাঁর প্রথম হিন্দি ছবি ‘লাল সিং চাড্ডা’র প্রচার নিয়ে। সেখানেই তাঁকে মুখোমুখি হতে হচ্ছে প্রশ্নের।

Naga Chaitanya: ‘সেলিব্রিটি হলেই সব প্রশ্নের উত্তর দিতে হবে?’, কোন প্রসঙ্গে প্রশ্ন নাগার
নাগা-সামান্থার বিচ্ছেদ এখনও চর্চ্চায়
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2022 | 7:42 PM

বিচ্ছেদ হয়েছে অনেকদিন হল। কিন্তু এ যেন থেমেও থামে না।গত কয়েক সপ্তাহে আবার সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্যের বিচ্ছেদ নিয়ে অনেক কথা শুরু হয়েছে। আর এটা হয়েছে ‘কফি উইথ করণ’ শোতে এসে করণ জোহরের প্রশ্নের সামনে সামান্থার নানা ধরনের উত্তর। আর এখান থেকেই নাগা চৈতন্যের কাছে শুরু হয়েছে প্রশ্ন। তাঁকে তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে যে সমস্ত কথাবার্তা চলছে সে নিয়ে জিজ্ঞেসা করলে চৈতন্য স্বীকার করেন, “এটি হতাশাজনক। আমি এখানে একজন অভিনেতা হিসেবে এসেছি এবং আমি চাই আমার পেশাগত জীবনের কথা বলতে। আমি চাই না আমার ব্যক্তিগত জীবন আলোচনার বিষয় হোক। আমাদের সবারই একটি ব্যক্তিগত জীবন আছে এবং এটিকে ‘ব্যক্তিগত’ বলার একটি কারণও রয়েছে।”

এই মুহূর্তে নাগা ব্যস্ত তাঁর প্রথম হিন্দি ছবি ‘লাল সিং চাড্ডা’র প্রচার নিয়ে। সেখানেই তাঁকে মুখোমুখি হতে হচ্ছে বিচ্ছেদ প্রশ্নের।নাগা সম্মত হন যে একজন সেলিব্রিটি হওয়ার কারণে তিনি তাঁর জীবনের প্রতি মানুষের কৌতুহল বোঝেন। তিনি তাই যোগ করেছেন, “দুর্ভাগ্যবশত, এটি এই কাজের একটি অংশ যেখানে আপনার ব্যক্তিগত জীবনও চর্চায় থাকে। এটি সিনেমা ইন্ডাস্ট্রির অংশ হওয়ার ফল। এর দ্বারা প্রভাবিত হওয়া বা না হওয়ার দায়িত্ব আমার। প্রতিটি সেলিব্রিটিকে আসলে নিজস্ব একটি স্থান ঠিক করতে হবে। এটি হতাশাজনক হয়ে ওঠে যে আমার ব্যক্তিগত জীবন আমার পেশাগত কাজের চেয়ে বড় শিরোনাম তৈরি করে। কিন্তু আমি মনে করি, আমাকে আমার পেশায় আরও কঠোর পরিশ্রম করতে হবে। ব্যক্তিগত জীবনের সমস্যাগুলো আসবে এবং যাবে।”

তিনি আরও প্রকাশ করেছেন যে কেন তিনি সামান্থার থেকে বিচ্ছেদের বিষয়ে নীরব থাকাটা বেছে নিয়েছেন। তাঁর মতে, “আমরা দুজনেই যা বলতে চেয়েছিলাম, আমরা দুজনেই সে বিষয়ে বিবৃতি দিয়েছিলাম। যা হোক আমি আমার ব্যক্তিগত জীবনে সবসময় এটি করেছি। আমি যে জিনিসগুলোকে শেয়ার করা এবং প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি, আমি জানাই, তা ভাল বা খারাপ যাই হোক না কেন। আমাদের ক্ষেত্রে সামান্থা এগিয়ে গিয়েছে, আমি এগিয়ে গিয়েছি এবং আমি এর চেয়ে বেশি কিছু বিশ্বকে জানানোর প্রয়োজন বোধ করি না।”

বন্ধু, পরিবার এবং অনুরাগীদের মধ্যে জনপ্রিয় চানক্য আরও যোগ করেছেন, “আমার বন্ধু, পরিবার এবং যাঁরা গুরুত্বপূর্ণ, তাঁরা সবাই জানেন বিষয়টি নিয়ে। খবর তৈরি করা, সমস্ত জল্পনা এবং অনুমান সব খুব অস্থায়ী। আমি এটিতে যত বেশি প্রতিক্রিয়া দেব, এটি তত বেশি সংবাদ তৈরি করবে। তাই আমি কেবল এই বিষয় সম্পর্কে শান্ত থাকতে চাই। যা  ঘটছে ঘটতে দিন এবং আশা করি এটি আস্তে আস্তে থেমে যাবে।”