Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Controversy: অক্ষয়ের পোস্ট ফেরালো স্মৃতি, ‘পান মশলা বিজ্ঞাপন করব না’, কথা রাখতে ২০ কোটি ফিরিয়ে ছিলেন সচিন

Sachin Tendulkar: ভক্তমহলে প্রভাব সুদূর প্রসারি। সেই স্টারের কাছেও গিয়েছিল এই তামাক জাতীয় দ্রব্যের প্রচারের প্রস্তাব। পান মশলার বিজ্ঞাপন করতে হবে।

Bollywood Controversy: অক্ষয়ের পোস্ট ফেরালো স্মৃতি, 'পান মশলা বিজ্ঞাপন করব না', কথা রাখতে ২০ কোটি ফিরিয়ে ছিলেন সচিন
Follow Us:
| Edited By: | Updated on: Apr 24, 2022 | 3:03 PM

সম্প্রতি পান মশলার বি৫াপন নিয়ে জল্পনা তুঙ্গে। একের পর এক বি-টাউন সেলেবকে তোপের শিকার হতে হচ্ছে, কেন অর্থের বিনিময় তামাক জাতীয় দ্রব্য প্রস্তুতকারী সংস্থার হয়ে প্রচার করছেন তাঁরা! তা থেকে পরিবেশ পরিস্থিতির ওপর ঠিক কতটা ক্ষতি হচ্ছে, সেই বিষয় কি বিন্দুমাত্র নজর দিচ্ছেন তাঁরা। অজয় দেবগণ থেকে শুরু করে শাহরুখ খান, অক্ষয় কুমার তালিকা থেকে বাদ পড়েননি কেউ। তবে সম্প্রতি এই সমালোচনাকে গুরুত্ব দিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে তিনি জানান, তিনি ক্ষমা প্রার্থী।

এই সমালোচনাতে সাড়া দিয়েই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অক্ষয় কুমার। তিনি সাফ জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়, ভক্তদের এই আবেগকে গুরুত্ব ও মর্যাদা দিয়েই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এবং এই বিজ্ঞাপন করে তিনি যে পরিমাণ অর্থ উপার্জন করেছেন, তা কোনও ভাল কাজে তিনি দান করতে চান।

কোনও সেলিব্রিটি বিজ্ঞাপনের মুখ হওয়া মানেই সেই দ্রব্য বা পন্যের বিক্রয়কে তিনি বা তাঁরা বুস্ট করার চেষ্টা করছেন। কোনও দ্রব্য বিজ্ঞাপনে যদি দেখানো হয় যে সেটা কোনও এক বিশেষ সেলিব্রিটি ব্যবহার করছেন, তবে ভক্তদের কাছে এই বার্তাই যায় যে যদি সুপারস্টারেরা এটা খেয়ে থাকেন, বা ব্যবহার করে থাকেন, তবে তা ভাল এবং ক্ষতিকারক নয়। এই বিশ্বাসকেই ব্যবসার অস্ত্র করে ও তার ওপর ভর করেই কোটি কোটি টাকা দিয়ে বিভিন্ন সংস্থা বিজ্ঞাপনের মুখ করে রাখেন সুপারস্টারদের। তবে এবার তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠল ঝড়। তার জেরেই ভাইরাল বি-টাউন সেলেবরা।

তবে অক্ষয় কুমারের এই পোস্টই এবার ফিরিয়ে দিল সকলের মনে স্মৃতিকে। সচিন তেন্ডুলকর, যাঁর ভক্তমহলে প্রভাব সুদূর প্রসারি। সেই স্টারের কাছেও গিয়েছিল এই তামাক জাতীয় দ্রব্যের প্রচারের প্রস্তাব। পান মশলার বিজ্ঞাপন করতে হবে। কিন্তু তিনি তাঁর বাবাকে কথা দিয়েছিলেন, কোনও দিন এই জাতীয় দ্রব্যের প্রচার করবেন না তিনি। আর ঠিক সেই কারণেই ২০ কোটি টাকার প্রস্তাব ফেরাতেও তিনি পিছু পা হননি।

আরও পড়ুন- Nora fatehi Controversy: প্রতারণার শিকার নোরা, ২০ লক্ষ টাকা জালিয়াতি, খোয়া গেছিল পাসপোর্ট

আরও পড়ুন- Bollywood Gossip: ঘাড়ে জুড়ে রণবীর কাপুর, ট্যাটু যন্ত্রণায় জর্জরিত দীপিকা চুকিয়ে ছিলেন ভালবাসার মাসুল

আরও পড়ুন- Samantha Prabhu: সন্তান নিলে ফিগার নষ্ট হবে, দু’-দু’বার বাচ্চা নষ্ট করেছিলেন সামান্থা! কী জানালেন প্রযোজক