Salman Khan Birthday: মধ্যরাতে প্রাক্তন প্রেমিকাকে চুমু খেলেন সলমন, ভাইরাল ভিডিয়োতে কীসের ইঙ্গিত?
Salman Khan: পার্টিতে নজর কেড়ে নিল একটি চুমু। প্রাক্তন প্রেমিকাকে সকলের সামনেই সেই চুমু খেয়েছেন খোদ ভাইজান।
৫৭ বছরে পা দিলেন সলমন খান। জন্মদিন উপলক্ষে গতকাল অর্থাৎ সোমবার রাতে এক পার্টি দিয়েছিলেন তিনি। পার্টিতে হাজির ছিলেন শাহরুখ খান থেকে বলিউডের এ লিস্টরা। তবে পার্টিতে নজর কেড়ে নিল একটি চুমু। প্রাক্তন প্রেমিকাকে সকলের সামনেই সেই চুমু খেয়েছেন খোদ ভাইজান। কাকে বলুন তো? তিনি আর কেউ নন সঙ্গীতা বিজলানি। প্রাক্তন প্রেমিকা হওয়া সত্ত্বেও যার সঙ্গে সলমনে সম্পর্ক বেশ মধুর। ভাইরাল হয়েছে ভিডিয়ো। সেই ভিডিয়োতেই দেখা গিয়েছে, সঙ্গীতাকে জড়িয়ে ধরেন সলমন। এর পরেই সঙ্গীতার মাথায় চুমু এঁকে দেন তিনি। ঝলমলে পোশাকে নিজেকে সাজিয়েছিলেন সঙ্গীতা। অন্যদিকে ভাইজান ছিলেন সাদামাঠা পোশাকেই। পার্টি শেষে প্রাক্তনের সঙ্গে ওই চুমু নিয়েই চলছে জোর চর্চা। বেশির ভাগ প্রাক্তনের সঙ্গেই ভাল সম্পর্ক সলমনের। এই যেমন ক্যাটরিনা লাইফ। সলমনের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তিনিও। ‘টাইগার’ বলে সম্বোধন করে শেয়ার করেছেন তাঁর সাদা-কালো ছবি।
তবে সব প্রাক্তনদের সঙ্গেই যে তাঁর সম্পর্ক বেজায় মধুর, এরকমটা মোটেও নয়। উদাহরণস্বরূপ সোমি আলি। কিছু দিন আগেই পরোক্ষভাবে সলমনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সোমি। সোমি বলেন, “তুমি ভীরু, কাপুরুষ। আইন দেখিও না। তোমার ওই সিগারেটের ছ্যাঁকা, মানসিক ও শারীরিক নির্যাতন থেকে রক্ষা করার জন্য আমার পাশে ৫০ জন আইনজীবী রয়েছেন”। এখানেই থামেননি তিনি তাঁর অভিযোগ, সলমন খান পুরুষতন্ত্রে ধ্বজাধারী। এমনকি তাঁর বিরুদ্ধে সোমি এনেছেন মারধরের অভিযোগও। যে সব অভিনেত্রী এর পরেও সলমনের পাশে দাঁড়ান তাঁদেরও ধিক্কার জানিয়েছিলেন সোমি। সে নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছিল। তবে সে অতীত। সোমি বাদে বাকি সব প্রাক্তনদের সঙ্গে মোটের উপর ভাল সম্পর্কই বজায় রেখেছেন সলমন খান।