Singer KK Dies: ৩,৫০০ জিঙ্গল দিয়ে কেরিয়ার শুরু, গানের জগতে সুহানা সফর ইতি কেকের

Big News: সঙ্গীতশিল্পী হিসেবে গানের জগতে পা রাখার আগে প্রায় ৩,৫০০ বিজ্ঞাপনের জিঙ্গেলে গেয়েছিলেন কেকে।

| Edited By: | Updated on: Jun 01, 2022 | 9:36 AM
বিখ্যাত গায়ক কেকে আজ চির নিদ্রায়। শেষ সময়ই স্টেজের সঙ্গ ছাড়লেন না। নাম কৃষ্ণকুমার কুন্নথ, জন্ম ২৩ অগাস্ট ১৯৬৮ সালে।

বিখ্যাত গায়ক কেকে আজ চির নিদ্রায়। শেষ সময়ই স্টেজের সঙ্গ ছাড়লেন না। নাম কৃষ্ণকুমার কুন্নথ, জন্ম ২৩ অগাস্ট ১৯৬৮ সালে।

1 / 6
হিন্দি, তেলুগু, মালয়ালম, কন্নড়, মারাঠি, গুজরাতি ও তামিল ভাষায় গান গেয়ে যিনি পরবর্তীতে গোটা বিশ্বে নিজের পরিচিতি তৈরি করেছিলেন।

হিন্দি, তেলুগু, মালয়ালম, কন্নড়, মারাঠি, গুজরাতি ও তামিল ভাষায় গান গেয়ে যিনি পরবর্তীতে গোটা বিশ্বে নিজের পরিচিতি তৈরি করেছিলেন।

2 / 6
দিল্লিতেই তাঁর বেড়ে ওঠা। প্রথম থেকেই তিনি কিশোর কুমার দ্বারা ছিলেন অনুপ্রাণিত, তাঁর তিনিও এক পেশে গান নয়, নানাভাবে সুর নিয়ে খেলতে ভালবাসতেন। মাইকেল জ্যাকশনের ছিলেন ভীষণ ভক্ত।

দিল্লিতেই তাঁর বেড়ে ওঠা। প্রথম থেকেই তিনি কিশোর কুমার দ্বারা ছিলেন অনুপ্রাণিত, তাঁর তিনিও এক পেশে গান নয়, নানাভাবে সুর নিয়ে খেলতে ভালবাসতেন। মাইকেল জ্যাকশনের ছিলেন ভীষণ ভক্ত।

3 / 6
১৯৯৯ সালে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের সমর্থনে "জোশ অব ইন্ডিয়া" গানটি গেয়ে সকলের নজরে এসেছিলেন তিনি।

১৯৯৯ সালে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের সমর্থনে "জোশ অব ইন্ডিয়া" গানটি গেয়ে সকলের নজরে এসেছিলেন তিনি।

4 / 6
সঙ্গীতশিল্পী হিসেবে গানের জগতে পা রাখার আগে প্রায় ৩,৫০০ বিজ্ঞাপনের জিঙ্গেলে গেয়েছিলেন কেকে।

সঙ্গীতশিল্পী হিসেবে গানের জগতে পা রাখার আগে প্রায় ৩,৫০০ বিজ্ঞাপনের জিঙ্গেলে গেয়েছিলেন কেকে।

5 / 6
যদিও অনেকেরই অজানা, এই বিখ্যাত গায়ক, যাঁর কণ্ঠে আঁখো মে তেরি থেকে শুরু করে তড়প তড়পকে গান রয়েছে, তিনি নিজে কোনওদিন গানের তালিমই গ্রহণ করেননি।

যদিও অনেকেরই অজানা, এই বিখ্যাত গায়ক, যাঁর কণ্ঠে আঁখো মে তেরি থেকে শুরু করে তড়প তড়পকে গান রয়েছে, তিনি নিজে কোনওদিন গানের তালিমই গ্রহণ করেননি।

6 / 6
Follow Us: