Social Media Income: বাঙালি মেয়ে কোটি টাকার মালিক, ২৩ বছরেই সোশ্যাল মিডিয়া থেকে আয়…
Social Media Influencer: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখন একশ্রেণির কাছে মোটা টাকা আয়ের উৎস। না, সামান্য টাকা নয়, মোটা মোটা টাকা আয় করে কেউ করছেন গাড়ি কেউ করছেন বাড়ি। তবে মাত্র ২৩ বছর বয়সে কলকাতার বাঙালি মেয়ে...
সোশ্যাল মিডিয়া খুললেই এখন রিলস, অনুপ্রেরণাকারিদের ভিড়। কেউ করছেন নাচ, কেউ দিচ্ছেন বিউটি টিপস। কারও নজরে ডায়েট শরীরচর্চা, কেউ আবার সাধারণের ভ্রমণ সঙ্গী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখন একশ্রেণির কাছে মোটা টাকা আয়ের উৎস। না, সামান্য টাকা নয়, মোটা মোটা টাকা আয় করে কেউ করছেন গাড়ি কেউ করছেন বাড়ি। তবে মাত্র ২৩ বছর বয়সে কলকাতার বাঙালি মেয়ে সোনা দে যে পরিমাণ আয় করে চলেছেন, তা এক কথায় তাক লাগাবে সকলকেই। জনপ্রিয় নৃত্যশিল্পী মুকুল গেইন তাঁর প্রেমিক। একসঙ্গেই তাঁরা সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি। সাধারণ ডেইলি ব্লগ দিয়েও ঘণ্টা খানেকের মধ্যে তিনি পেয়ে থাকেন মিলিয়ান ভিউ। নিজেদের সেই কষ্টের পয়সা দিয়ে তৈরি করেছেন বাড়ি।
View this post on Instagram
পাশাপাশি মুম্বইতেও কিনেছেন তাঁরা ফ্ল্যাট। যার মূল্য ২ কোটি টাকা। সেই ফ্ল্যাটই সাজাতে ব্যস্ত এখন জুটি। প্রথমদিনই শপিং করে ফেলেন দেড় লাখের কাছাকাছি। দর্শকদের জন্য রিলস বানানো, দর্শকদের নানান মজার ভিডিয়ো উপহার দেওয়া সবটাই করে থাকেন বেশ যত্নসহকারে। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যাও নেহাতই কম নয়। ৬ মিলিয়ান ছাড়িয়ে সোনার ফলোয়ার সংখ্যা। টিকটক স্টার হিসেবেই প্রাথমিকভাবে সকলের নজর কাড়েন তাঁরা।
View this post on Instagram
এরপর তাঁদের প্রেমকাহিনি পৌঁছে যায় টিভির পর্দাতেও। সোনা দে বরাবরই নিজের পরিশ্রম ও মুকুলের চেষ্টা নিয়ে কথা বলে থাকেন। বিভিন্ন কমেল থেকে শুরু করে ছোটখাটো অইনুষ্ঠানে ডাক পড়ে তাঁদের। আয় সেখান থেকেও নেহাতই কম হয় না তাঁদের। পাশাপাশি একাধিক চ্যানেল থেকে চলতে থাকে তাঁদের আয় নেহাতই কম হয় না। একটা সময় পেপার বিক্রি করতেন মুকুল, প্রথমবার মুম্বতে গিয়েছিলেন ২০০ টাকা পকেটে নিয়ে। এখন সেই মুম্বইতেই তাঁদের ২ কোটির ফ্ল্যাট।