Anupam Roy: ‘কত বছর ধরে…’, বুকের মধ্যে এতটা কষ্ট চেপে অনুপম! অবশেষে ভাঙলেন নীরবতা
Anupam Roy: কিচ্ছু বলেননি তিনি। প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর নতুন করে জীবন গোছানোর খবর সামনে আসার পর থেকে মিডিয়ার ফোন ধরেছেন ঠিকই, তবে মুখ খোলেননি। প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেই বলেছেন একটাই কথা, 'এ নিয়ে কিচ্ছু বলতে চাই না'! বিয়ের কেটেছে বেশ কয়েকটা দিন।
কিচ্ছু বলেননি তিনি। প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর নতুন করে জীবন গোছানোর খবর সামনে আসার পর থেকে মিডিয়ার ফোন ধরেছেন ঠিকই, তবে মুখ খোলেননি। প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেই বলেছেন একটাই কথা, ‘এ নিয়ে কিচ্ছু বলতে চাই না’! বিয়ের কেটেছে বেশ কয়েকটা দিন। পরমব্রত চট্টোপাধ্যায়-পিয়া চক্রবর্তীর বিয়ে নিয়ে যখন আলাপ-আলোচনা খানিক থিতিয়ে এসেছে তখনই অনুপম রায়ের এক পোস্ট। যা দেখে তাঁর ভক্তদের মন খারাপ। প্রশ্ন উঠেছে, ‘নেহাতই পোস্ট, নাকি ভিতরে লুকিয়ে রয়েছে এক গভীর অর্থ?”
নিজের গান ‘বাউন্ডুলে ঘুড়ি’র দু’টো লাইন শেয়ার করেছেন অনুপম– কিছু না বলেও যেন বুঝিয়ে দিয়েছেন অনেক কিছুই। হাতে লেখা দু’টো লাইন– ‘কত বছর ধরে আমার শূন্যস্থান, দুমড়ে গিয়েও বেঁচে থাকার ভান’– ভাল নেই তিনি? কেন হঠাৎই ওই দুই লাইনে মনে পড়ছে তাঁর? শূন্যস্থান হয়নি আজও পূরণ? বেঁচে থাকার ভান– ইত্যাদি নানা শব্দ নেহাতই গানের কথা? নাকি… কমেন্ট বক্স এখন এই সব প্রশ্নেই ভাসছে।
অনুপম ব্যস্ত রয়েছেন তাঁর কাজ নিয়ে। ডিসেম্বরের মরসুমে গ্রাম-শহর জুড়ে নানা শো রয়েছে তাঁর। সেই সব শো’র টুকরো ছবিই শেয়ার করে নিচ্ছেন বারেবারেই। তবে ক্যাপশনে প্রশ্ন চিহ্ন, আর ওই দুটো লাইন যেন না বলেও বলে দিল অনেক কিছুই। অন্তত তেমনটাই মনে করছেন নেটিজেনরা। গত ২৭ নভেম্বর প্রিয়জনদের সঙ্গে নিয়ে বিয়ে করেছিলেন পরম-পিয়া। ইন্ডাস্ট্রি থেকে সেভাবে কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। তবে আগামী ২৪ ডিসেম্বর এক রিসেপশনের পরিকল্পনা করেছেন এই জুটি। সেখানে অবশ্য হাজির থাকবেন ইন্ডাস্ট্রি থেকে অনেকেই।
View this post on Instagram