Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dulquer-Sita Ramam: সাফল্যের সঙ্গে ৫০ দিন পার করল ডুলকরের সীতা রমম, সেই উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ উপহার   

Dulquer-Sita Ramam: অনেক ভক্ত শাহরুখ খান এবং প্রীতি জিন্টা অভিনীত বীর জারা ছবিটির সঙ্গে এর তুলনা করেছেন।

Dulquer-Sita Ramam: সাফল্যের সঙ্গে ৫০ দিন পার করল ডুলকরের সীতা রমম, সেই উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ উপহার   
সাফল্যের ৫০ দিনে ডুলকরের ছবি সীতা রমম-এর বিশেষ উপহার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2022 | 12:53 PM

ডুলকর সলমন, ম্রুণাল ঠাকুর এবং রশ্মিকা মনদানা অভিনীত সীতা রামম অগস্টে মুক্তি পায়, সঙ্গে ইতিবাচক প্রতিক্রিয়াও পাওয়া যায়। এখন তেলেগু ছবিটি সিনেমা হলে ৫০ দিন পূর্ণ করতে চলেছে সেই উপলক্ষে প্রোডাকশন হাউস বৈজান্তি মুভিজ ছবিটি থেকে মুছে ফেলা একটি দৃশ্য প্রকাশ করেছে। দৃশ্যটি গল্পের শেষের দিকে যেখানে রাম এবং বিষ্ণুকে অন্ধকার কারাগার থেকে কিছু সময়ের জন্য তারিক টাটকা বাতাস উপভোগ করার জন্য ছেড়ে দেয়। অন্যান্য কয়েদিরা ফুটবল খেলছে বলে রাম এবং বিষ্ণুও তাদের একজন অন্যজনকে হত্যা করার চেষ্টা করার আগে কিছু নির্লিপ্ত আনন্দের মুহূর্ত উপভোগ করে। প্রোডাকশন হাউসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল ভিডিয়োটি পোস্ট করেছে এবং লিখেছে, “এখানে #সীতারামম থেকে আমাদের রাম এবং বিষ্ণু শর্মার বৈশিষ্ট্যযুক্ত একটি মুছে ফেলা দৃশ্য।”

হনু রাঘবপুদি পরিচালিত সীতা রামম, একজন ভারতীয় সেনা অফিসার রাম (ডুলকর সলমন) এর গল্প অনুসরণ করে এবং কীভাবে তিনি সীতার প্রেমে পড়ে, (ম্রুণাল ঠাকুর চরিত্রে অভিনয় করেন) যিনি চিঠির মাধ্যমে নিজেকে পরিচয় করিয়ে দেয়। রশ্মিকা একজন পাকিস্তানি ছাত্রীর ভূমিকায় অভিনয় করেছেন, যে রামের কাছ থেকে একটি চিঠি দেওয়ার জন্য সীতাকে খুঁজতে ভারতে আসে।

অনেক ভক্ত শাহরুখ খান এবং প্রীতি জিন্টা অভিনীত বীর জারা ছবিটির সঙ্গে এর তুলনা করেছেন। শাহরুখের সঙ্গে তুলনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ডুলকর  বলেছিলেন, “তিনি আমাদের সকলের জন্য অনুসরণ করার মতো একজন মডেল। তিনি মানুষের সঙ্গে কেমন আচরণ করেন, তাঁদের সঙ্গে কীভাবে কথা বলেন, মহিলাদের প্রতি তিনি কতটা শ্রদ্ধাশীল, সবই শেখার। তিনি খুবই বিশেষ। আমি তাঁর ‘ডিডিএলজে’-এর মতো ছবি দেখে বড় হয়েছি। তিনি সবসময়ই অনুপ্রেরণার উৎস।” তিনি আরও যোগ করেছেন, “সুতরাং, আমি নিশ্চিত যে আমি অবচেতনভাবে মানুষের সঙ্গে কীভাবে যোগাযোগ করি তাতে ওঁর প্রভাব রয়েছে। কিন্তু তাঁর সঙ্গে আমার তুলনা করা তাঁকে অপমান করার মতো কারণ শাহরুখ খান একজনই”।

রশ্মিকা মনদানা তাঁর প্রথম হিন্দি ছবি ‘গুডবাই’-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ডুলকর সলমনের ‘চুপ’ আজ পর্দায় এসেছে। ম্রুণাল ঠাকুরকে শীঘ্রই ইশান খট্টরের সঙ্গে যুদ্ধ বিষয়ক সিনেমা ‘পিপা’-তে দেখা যাবে।