Srijato Bandyopadhyay: দুটি টিকা নেওয়ার পরেও দ্বিতীয়বার কোভিড আক্রান্ত শ্রীজাত
গত কয়েক দিনেই দেশজুড়ে করোনার রেখাচিত্র গিয়েছে বদলে। পজিটিভিটি রেট এক ধাক্কায় কয়েক গুণ। কলকাতার অবস্থা বেশ খারাপ। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার এ রাজ্যে দৈনিক সংক্রমিতের সংখ্যা ৬ হাজার ৭৮ জন।
এই নিয়ে দুইবার। করোনার দুইটি টিকার নিয়েও ফের কোভিডে আক্রান্ত হলেন কবি-পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এ কথা নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি।
শ্রীজাত লিখেছেন, “দ্বিতীয়বার কোভিড-আক্রান্ত হলাম। এইবার প্রতিষেধকের দুটি টিকা’র পরেও। আপাতত সামান্য উপসর্গ নিয়ে ঘরেই নিভৃতবাস পালন করছি। ”
এরই পাশাপাশি বিগত কয়েকদিনে যে বা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের প্রত্যেককে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। সকলকে সুস্থ থাকার ও রাখার বার্তাও তাঁর। কবি জানিয়েছেন, এই মুহূর্তে ফোনালাপ করতে তিনি অপারগ। চেয়ে নিয়েছেন ক্ষমাও।
গত কয়েক দিনেই দেশজুড়ে করোনার রেখাচিত্র গিয়েছে বদলে। পজিটিভিটি রেট এক ধাক্কায় কয়েক গুণ। কলকাতার অবস্থা বেশ খারাপ। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার এ রাজ্যে দৈনিক সংক্রমিতের সংখ্যা ৬ হাজার ৭৮ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। কলকাতায় গত একদিনে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৮০১ জন। মৃত্যু হয়েছে চারজনের। এদিনের বুলেটিনে উদ্বেগ বাড়ি মাথা চাড়া দিয়েছে পজিটিভিটি রেট। গত ২৪ ঘণ্টায় রাজ্যে পজিটিভিটি রেট ১৯.৫৯ শতাংশ। গত একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৯১৭ জন। সুস্থতার হার ৯৭.৫৮ শতাংশ।
অন্যদিকে টলিউডেও একের পর এক তারকা করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। জিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে সৃজিত মুখোপাধ্যায়, পার্ণো মিত্রসহ একাধিক তারকা আক্রান্ত হয়েছেন কোভিডে। তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে এঁদের প্রত্যেকের অবস্থাই স্থিতিশীল। বাড়িতেই চিকিৎসা চলছে।
আরও পড়ুন- KIFF 2022: নির্ধারিত দিনেই শুরু কলকাতা চলচ্চিত্র উৎসব, নতুন চমক কী, কী বা হল বাতিল?