SS Rajamouli: একটা অস্কার আমায় পাল্টে দেবে না, অকপট রাজামৌলি

Oscar Nomination: এসএস রাজামৌলি অস্কারে আরআরআর-এর জেতার সম্ভাবনা বাড়ানোর প্রচেষ্টায়, একাধিক স্ক্রীনিংয়ে অংশ নিচ্ছেন বর্তমানে এবং দর্শকদের উৎসাহী করতে মার্কিন যুক্তরাষ্ট্রেই রয়েছেন।

SS Rajamouli: একটা অস্কার আমায় পাল্টে দেবে না, অকপট রাজামৌলি
এবার কোরিয়ান ভাষায় তৈরি হবে 'আরআরআর'...
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2022 | 7:50 AM

এসএস রাজামৌলি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর ছবি আরআরআর-এর প্রচারে ব্যস্ত। আইএফসি সেন্টারে রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ফিল্মটির স্ক্রীনিংয়ের পরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানেই প্রশ্নোত্তর পর্বে রাজামৌলি জানিয়েছিলেন, তিনি অস্কার জেতার বিষয়টিকে নিঃসন্দেহে সম্মান দেবেন, তবে এই পুরষ্কার তাঁর কাজের ঘরানাকে পরিবর্তন করবে না। দক্ষিণের ছবি নিয়ে বর্তমানে নানামুনির নানা মত। বলিউড ও দক্ষিণের লড়াইয়ের মাঝে সম্প্রতিতে বারে বারে একটা তথ্য ভীষণ প্রকটভাবে উঠে আসতে দেখা যাচ্ছে যে দক্ষিণে মাটির গন্ধ বর্তমান। তাঁদের গল্পবলার এক নিজস্ব ধরণ রয়েছে। সেই ছক ভেঙে বেড়তে নারাজ রাজামৌলি।

বাহুবলি-আরআরআর পরিচালক, একটা বিষয় ভীষণভাবে স্পষ্ট যে তিনি যে ধরণের ছবি তৈরি করেন, ঠিক যতটা যত্নের সঙ্গে ছবি তৈরি করেন, সেটাই তাঁর বৈশিষ্ট্য। সেই জ্যঁরকে পাল্টে ফেলার কোনও ইচ্ছেই তাঁর নেই। পরিচালকের কথায়, “আরআরআর অস্কার জিতুক বা না জিতুক, পরবর্তী ছবির জন্য আমার পরিকল্পনা পরিবর্তন হবে না। অস্কার এই ছবির টিম এবং দেশের জন্য এক বড় প্রাপ্তী, তা আমাদের উৎসাহীত করবে ঠিক-ই, তবে এটি আমার কাজের ধরন পরিবর্তন করবে না। আমাকে ক্রমাগত একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিজেকে আরও উন্নত করতে হবে। আমাকে গল্প বলার ধরণ আপডেট করতে হবে।”

এসএস রাজামৌলি অস্কারে আরআরআর-এর জেতার সম্ভাবনা বাড়ানোর প্রচেষ্টায়, একাধিক স্ক্রীনিংয়ে অংশ নিচ্ছেন বর্তমানে এবং দর্শকদের উৎসাহী করতে মার্কিন যুক্তরাষ্ট্রেই রয়েছেন। অস্কার দৌরে গত ২১ বছরে যে খরা তৈরি হয়েছে, তা দূর করুক আরআরআর এই ইচ্ছাই বর্তমানে সকলের মনে। তবে মজার ব্যাপার হল, লাগানের মতো, আরআরআরও ব্রিটিশ রাজের পটভূমিতে তৈরি, ভারতীয়দের বীরত্বকে তুলে ধরা হয় লাগান ছবিতে। যারা বিদেশি নিয়ম মেনে খেলতে অস্বীকার করে, ও পরবর্তীতে বিদেশের খেলাতেই বিদেশকে হারায়।

এই ছবি ঘিরে পরিচালককে প্রশ্ন পেতে হয়, ব্রিটিশদের খারাপ দেখানো হয়েছে সেই প্রসঙ্গে, পরিচালক জানান, “ছবির শুরুতে আপনি ডিসক্লেমার কার্ড দেখতে পাচ্ছেন। এমনকি যদি আপনি সেই কার্ডটি মিসও করেন, তবু বলব এটি ইতিহাসের একটা অংশ নয়। এটি একটি গল্প। সাধারণ দর্শকেরা তা বোঝেন। যদি একজন ব্রিটিশ ভিলেনের চরিত্রে অভিনয় করে, তারা বুঝতে পারে যে আমি বলছি না যে সমস্ত ব্রিটিশরা ভিলেন। আমার নায়করা যদি ভারতীয় হয়, তারা বোঝে যে সব ভারতীয়ই বীর। এই ছবিতে একজন বিশেষ চরিত্র ভিলেন এবং একজন বিশেষ চরিত্র নায়ক। দর্শকেরা তা স্বয়ংক্রিয়ভাবে বুঝতে পারে। তারা সবকিছু সম্পর্কে জ্ঞানী নাও হতে পারে তবে, তাদের মানসিক বুদ্ধিমত্তা খুব বেশি।”