Vicky-Katrina: আজই বিয়ে করছেন ভিকি-ক্যাটরিনা? বলিউডের অন্দরে উত্তেজনা তুঙ্গে
রাজস্থানের রাজকীয় বিয়ের আগে তাঁরা যে আইনি বিয়ে অর্থাৎ রেজিস্ট্রি সেরে নেবেন সে খবর আগেই প্রকাশ্যে এসেছিল। শোনা যাচ্ছে কোর্ট ম্যারেজ নাকি অনুষ্ঠিত হতে চলেছে, মুম্বইয়ে।
লক্ষ্মীবারেই লক্ষ্মীকে ঘরে তুলছেন ভিকি কৌশল? সামাজিক বিয়ের এখনও দিন কয়েক দেরি থাকলেও আজই আইনি বিয়ে সেরে ফেলছেন তাঁরা? সূত্র বলছে এমনটাই। বলিউডের এক প্রথম সারির সংবাদমাধ্যম জানাচ্ছে, আজ বৃহস্পতিবার অথবা কাল শুক্রবারের মধ্যেই শুভ কাজের প্রথম ধাপ সেরে ফেলতে চলেছেন ওই জুটি। ভারতীয় সংবিধানের স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের অধীনেই হতে চলেছে বলিউডের এই হাই প্রোফাইল বিয়ে।
রাজস্থানের রাজকীয় বিয়ের আগে তাঁরা যে আইনি বিয়ে অর্থাৎ রেজিস্ট্রি সেরে নেবেন সে খবর আগেই প্রকাশ্যে এসেছিল। শোনা যাচ্ছে কোর্ট ম্যারেজ নাকি অনুষ্ঠিত হতে চলেছে, মুম্বইয়ে।
এই মুহূর্তে বলিউডে টক অব দ্য টাউন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে। তাঁরা নিজেরা এ বিষয়ে মুখে কুলুপ আঁটলেও দিন যত এগচ্ছে ততই তাঁদের বিয়ে নিয়ে উত্তেজনা বাড়ছে সব মহলে। তাঁদের বিয়েতে কারা আসবেন, কী মেনু হচ্ছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরগরম। রাজস্থানের বিলাসবহুল প্রাসাদ সেজে উঠেছে ইতিমধ্যেই। সে শহরের ৪৫টি হোটেল বুক করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে আমন্ত্রিতের তালিকাও। পৌঁছে গিয়েছে আমন্ত্রণ পত্রও।
আমন্ত্রিতদের যে তালিকা সংবাদ মাধ্যম সূত্রে প্রকাশ্যে এসেছে, তার মধ্যে রয়েছে করন জোহর, আলি আব্বাস জাফর, রোহিত শেট্টি, কবীর খান, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবাণী, বরুণ ধাওয়ান, নাতাশা দালালের মতো নাম। এছাড়া ভিকি ক্যাটরিনার পরিবারের সদস্যরা তো রয়েছেনই।
শোনা যাচ্ছে, ভিক্যাটের বিয়েতে নাকি বড় দায়িত্ব পালন করতে চলেছেন করণ জোহর ও ফারহা খান। তাঁদের সঙ্গীতের কোরিওগ্রাফির দায়িত্ব নাকি পড়েছে ওই দুই পরিচালকের উপর। জুটির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে এমনটাই। শিলা, অর্থাৎ ক্যাটরিনার সঙ্গে নাকি ফারহা খানের সম্পর্ক বেজায় ভাল। তাই ক্যাটরিনার দিকের দায়িত্ব থাকবে ফারহা খান ও জোয়া আখতারের কাছে। অন্যদিকে করণ জোহরের উপর দায়িত্ব পড়েছে ভিকি কৌশলের দিকের কোরিওগ্রাফির দায়িত্ব নেওয়ার। সূত্র বলছে, মেহেন্দি ও সঙ্গীত নাকি ডিসেম্বরের ৭ ও ৮ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে। রাজস্থান থেকে ফিরে মুম্বইতে রিসেপশন পার্টির আয়োজন করার কথা রয়েছে ভিক্যাটের। সেখানেও উপস্থিত থাকার থাকা বলিউডের অনেক তারকারই।
আরও পড়ুন- Salman Khan: প্রতারণায় অভিযুক্ত সুকেশের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ফাঁস হতেই সলমনের দ্বারস্থ জ্যাকলিন?
আরও পড়ুন- Vicky Kaushal Katrina Kaif’s wedding: ক্যাটরিনার বিয়েতে কি সলমন নিমন্ত্রিত? মুখ খুললেন অর্পিতা খান