নেপোটিজ়ম সব ক্ষেত্রেই রয়েছে, বরং বলিউডে কম: দীপক তিজোরি
দীপক জানিয়েছেন, বলিউডে বহু স্টার কিড এখনও সফল হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন। প্রতিযোগিতা সব ক্ষেত্রে রয়েছে। তাঁর মেয়েও বলিউডে কেরিয়ার তৈরি করতে চায়। তিনি এখন থেকেই মেয়েকে সাবধান করছেন।
নেপোটিজ়ম (nepotism)। বলিউড (bollywood) ইন্ডাস্ট্রিতে অত্যন্ত চর্চিত শব্দ। নেপোটিজ়মের শিকার হতে হয়েছে, এই অভিযোগে প্রকাশ্যে মুখ খুলেছেন বহু বলিউড ব্যক্তিত্ব। সেই নেপোটিজ়মকেই এবার ওভাররেটেড আখ্যা দিলেন অভিনেতা দীপক তিজোরি (Deepak Tijori)। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরোক্ষে নেপোটিজ়মের বিপক্ষেই মত দিয়েছেন দীপক।
‘দিল হ্যায় কে মানতা নেহি’, ‘যো জিতা ওহি সিকান্দার’-এর মতো ছবিতে এক সময় দীপকের অভিনয় বলিউড ইন্ডাস্ট্রিতে আলোচ্য বিষয় ছিল। তারপর কখনও অভিনয়, কখনও বা পরিচালনার কাজ দিয়ে বলিউডে টিকে থেকেছেন। কলেজে পড়াকালীন পরেশ রাওয়াল, ফিরোজ খানের মতো অভিনেতারা তাঁর সিনিয়র ছিলেন। আর জুনিয়র হিসেবে আমির খান, আশুতোষ গোয়ারিকরদের মতো জুনিয়র পেয়েছিলেন দীপক। এবার তাঁর মেয়েও বলিউডে এন্ট্রি নিতে চান। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দীপকের মনে হয়েছে, বলিউডের নেপোটিজ়ম নিয়ে অকারণ অত্যধিক আলোচনা হয়।
দীপকের কথায়, “নেপোটিজ়ম সব কাজেই রয়েছে। বরং বলিউডে কম রয়েছে। কারণ বাবা বা মায়ের মতো সাফল্য তাঁর সন্তান নাও পেতে পারেন। এখানে বাবা-মায়েরা দর্শকের দরবারে সন্তানদের ফেলে দেন। দর্শক গ্রহণ বা বর্জন করেন। কিন্তু অন্য ক্ষেত্রে তো সেটা নয়। বাবার পরে ছেলে মালিক হলে কর্মচারীদের সেটা মেনে নিতেই হবে।”
আরও পড়ুন, দিনের শেষে একজন গ্যাংস্টার কী ভাবে, তা আমাকে ফ্যাসিনেট করে: রাম গোপাল ভার্মা
দীপক জানিয়েছেন, বলিউডে বহু স্টার কিড এখনও সফল হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন। প্রতিযোগিতা সব ক্ষেত্রে রয়েছে। তাঁর মেয়েও বলিউডে কেরিয়ার তৈরি করতে চায়। তিনি এখন থেকেই মেয়েকে সাবধান করছেন। দীপক বলেন, “মেয়ের জন্য আমার ভয় হয়। স্টার কিডদের নিজেকে প্রমাণ করার দায় অনেক বেশি। আর নিজেকে প্রমাণ করতে পারলে তবেই ও ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবে।”
দীর্ঘ অভিজ্ঞতায় দীপক মনে করেন, বলিউড ইন্ডাস্ট্রি সকলের জন্য। তাঁর জার্নিও সহজ ছিল না। বিভিন্ন চরিত্রের জন্য অডিশন দিতে হয়েছে। ব্যর্থ হয়েছেন। কিন্তু মন খারাপ করে বসে না থেকে ফের চেষ্টা করেছেন। এই চেষ্টাটা জারি রাখতে হবে। নতুনদের উদ্দেশ্যে এই বার্তাই দিতে চান দীপক।